বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন আর তাঁর প্রেমিকা সাবা আজাদ যেন প্রেমের ছবিই এঁকে দিলেন ইনস্টাগ্রামে! রবিবার, অর্থাৎ ২৬ অক্টোবর, এই যুগল তাঁদের ইনস্টাগ্রামে শেয়ার করলেন কিছু প্রেমভরা, শীতের ছোঁয়ায় মাখা ছবি আর মুহূর্তেই ভাইরাল হয়ে গেল সেই পোস্ট।
ছবিগুলিতে দেখা যাচ্ছে, হৃতিক ও সাবা হাত ধরাধরি করে হাঁটছেন, গায়ে শীতের পোশাক, মুখে প্রশান্তির হাসি। এক ফ্রেমে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে আছেন। সেই আলিঙ্গনে মিশে গেছে উষ্ণতা, স্নেহ আর ভালোবাসার এক সহজ ছাপ। যদিও কোথায় আছেন, তা খোলসা করেননি কেউই, তবে ছবি থেকে স্পষ্ট জায়গাটি আমেরিকার বেভারলি হিলসেরই কোনও এক রাস্তার মোড়ে। সম্ভবত লস অ্যাঞ্জেলেসের রোডিও ড্রাইভের আশপাশেই।
একটি ছবির পেছনে দেখা গিয়েছে জনপ্রিয় ইতালিয়ান রেস্তোরাঁ ‘ভিয়া আলোরো’, যা বেভারলি হিলসের বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গল এলাকায় অবস্থিত। তালগাছ, ঝলমলে আলো, বিলাসবহুল দোকান -সব মিলে একদম সেই আইকনিক বেভারলি হিলসের আবহ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Saba Azad (@sabazad)
পোস্টের ক্যাপশনে যুগলের বার্তা, “শীতের শহরে একসঙ্গে হাঁটার মতো সুখ আর কিছু নেই।”
অবশ্য হৃতিক-সাবার প্রেমের গল্পের শুরুটা ছিল কিন্তু একেবারে নিঃশব্দে। হৃতিক আর সাবার সম্পর্কের শুরুটা ছিল নীরব, কিন্তু ধীরে ধীরে তা প্রকাশ্যে আসতে দেরি হয়নি। ২০২২ সালের শুরুর দিকে, মুম্বইয়ে এক ডিনার ডেটের পর তাঁদের একসঙ্গে দেখা যায় প্রথমবার। তারপর থেকেই শুরু হয় জল্পনার ঝড়। অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পী সাবা আজাদকে অনেকেই চেনেন ‘রকেট বয়েজ’ সিরিজ আর তাঁর ব্যান্ড ম্যাডবয়/মিঙ্ক-এর জন্য। অন্যদিকে, হৃতিক রোশন বলিউডের প্রথম সারির তারকা। দু’জনের প্রেম ধীরে ধীরে ফুটে উঠতে থাকে ইনস্টাগ্রামে; একে অপরের সাফল্যে গর্বে ভরা পোস্টের মাধ্যমে।
মে ২০২২-এ করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতেই প্রথমবার রেড কার্পেটে একসঙ্গে হাজির হন তাঁরা। তারপর থেকেই সাবাকে রোশন পরিবারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। সুজান খান এবং হৃতিকের দুই ছেলের সঙ্গেও তাঁর সহজ সম্পর্ক আজ নজরকাড়া এক উদাহরণ।
আর্জেন্টিনা থেকে দুবাই-২০২৩ ও ২০২৪ সালে বিভিন্ন দেশে তাঁদের ছুটি কাটানোর ঝলক আগেও ভাইরাল হয়েছে। কোথাও কফির মগ হাতে নিরিবিলি সকাল, কোথাও সূর্যাস্তের নিচে নিরব প্রেমের মুহূর্ত। হৃতিক ও সাবার সম্পর্ক যেন এক নিখুঁত ভারসাম্য, যেখানে তারকাখ্যাতি, ব্যক্তিগত পরিসর, শিল্প আর সঙ্গ সব মিলেমিশে একে অপরের সম্পূর্ণতা তৈরি করেছে। তাঁদের ভালবাসা আজ বলিউডের অনুরাগীদের কাছে এক আধুনিক প্রেমের প্রতীক, যেখানে আছে পরিণত বোঝাপড়া, শ্রদ্ধা, আর একে অপরের প্রতি নিঃশব্দ অনুরাগ।