বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন আর তাঁর প্রেমিকা সাবা আজাদ যেন প্রেমের ছবিই এঁকে দিলেন ইনস্টাগ্রামে! রবিবার, অর্থাৎ ২৬ অক্টোবর, এই যুগল তাঁদের ইনস্টাগ্রামে শেয়ার করলেন কিছু প্রেমভরা, শীতের ছোঁয়ায় মাখা ছবি আর মুহূর্তেই ভাইরাল হয়ে গেল সেই পোস্ট।

 

আরও পড়ুন: ‘আমার ডাবিংটা অন্য কাউকে দিয়ে আবার করিয়ে দিও না, কেমন?’ সতীশ শাহ-কে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘ময়ূরাক্ষী’র পরিচালক

 

ছবিগুলিতে দেখা যাচ্ছে, হৃতিক ও সাবা হাত ধরাধরি করে হাঁটছেন, গায়ে শীতের পোশাক, মুখে প্রশান্তির হাসি। এক ফ্রেমে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে আছেন। সেই আলিঙ্গনে মিশে গেছে উষ্ণতা, স্নেহ আর ভালোবাসার এক সহজ ছাপ। যদিও কোথায় আছেন, তা খোলসা করেননি কেউই, তবে ছবি থেকে স্পষ্ট  জায়গাটি আমেরিকার বেভারলি হিলসেরই কোনও এক রাস্তার মোড়ে। সম্ভবত লস অ্যাঞ্জেলেসের রোডিও ড্রাইভের আশপাশেই।

 

একটি ছবির পেছনে দেখা গিয়েছে জনপ্রিয় ইতালিয়ান রেস্তোরাঁ ‘ভিয়া আলোরো’, যা বেভারলি হিলসের বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গল এলাকায় অবস্থিত। তালগাছ, ঝলমলে আলো, বিলাসবহুল দোকান -সব মিলে একদম সেই আইকনিক বেভারলি হিলসের আবহ।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Saba Azad (@sabazad)