টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


অসুস্থ ববি ডার্লিং!


অভিনেত্রী ববি ডার্লিং, যিনি 'পেজ থ্রি', 'চলতে চলতে', এবং 'কেয়া কুল হ্যায় হাম'-এর মতো চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্য পরিচিত, তাঁকে সম্প্রতি মুম্বইতে দেখা গিয়েছে। সেখানে তাঁর হাঁটার একটি ভিডিও দেখে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, লাল রঙের পোশাকে থাকা ববিকে একটি বাগানে হাঁটতে। কিন্তু হাঁটতে গিয়ে তাঁকে কিছুটা সংগ্রাম করতে হচ্ছে। তিনি ঠিক আছেন কিনা জিজ্ঞাসা করা হলে, ববি উপস্থিত লোকজনকে আশ্বস্ত করে বলেন, “সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। এখনও সামান্য একটু সমস্যা আছে, তবে ঠিক হয়ে যাবে।” তাঁর এই শান্ত প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং প্রচুর মানুষের সমর্থন আকর্ষণ করেছে। তাঁর এই শারীরিক অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা।

 

রণবীরের প্যানিক অ্যাটাক 


অভিনেতা রণবীর কাপুর একবার তাঁর বাবা ঋষি কাপুর-এর মৃত্যুর পর তাঁর মানসিক সংগ্রাম নিয়ে মুখ খুলেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, বাবার চলে যাওয়ার সময় তিনি কাঁদেননি, কারণ সেই ক্ষতিটা কীভাবে সামলাবেন বা মনকে শক্ত করবেন, তা তিনি বুঝতে পারেননি। একটি সাক্ষাৎকারে রণবীর বলেন, "আমি খুব অল্প বয়সেই চোখের জল ফেলা বন্ধ করে দিয়েছিলাম। এমনকী আমার বাবা মারা যাওয়ার সময়ও আমি কাঁদিনি।" তিনি সেই রাতের কথা স্মরণ করেন, যখন হাসপাতালে ডাক্তার তাঁকে জানান, 'আজ রাতটাই শেষ, ঋষি যে কোনও মুহূর্তে চলে যেতে পারেন।' রণবীর তখন নিজের ঘরে গিয়ে প্যানিক অ্যাটাক অনুভব করেছিলেন। রণবীরের কথায়, "আমি নিজেকে প্রকাশ করতে পারছিলাম না—অনেক কিছু একসঙ্গে ঘটে যাচ্ছিল যা নেওয়া আমার পক্ষে কঠিন ছিল। আমার মনে হয় না এখনও পর্যন্ত পুরোপুরি শোক কাটিয়ে উঠতে পেরেছি বা ক্ষতিটা বুঝতে পেরেছি।"

 

আরও পড়ুন: শরীরে ফুটে উঠল ভালবাসার চিহ্ন! বিয়ের বছর ঘুরতেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সোনাক্ষী-জাহির


দোলাচলে সানি


অভিনেতা ভিকি কৌশলের ভাই তথা অভিনেতা সানি কৌশল সম্প্রতি তাঁর ক্যাটরিনা কইফের মা হওয়া নিয়ে মুখ খুলেছেন। শনিবার রাতে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁকে ভিকি ও ক্যাটরিনার প্রথম সন্তানের আগমন প্রসঙ্গে প্রশ্ন করা হয়। 'ফির আয়ি হাসিনা দিলরুবা' খ্যাত এই অভিনেতা জানান যে পরিবারের সবাই খুব খুশি হলেও, তাঁরা কিছুটা উদ্বেগও অনুভব করছেন এবং অধীর আগ্রহে সেই দিনের অপেক্ষা করছেন, যেদিন সন্তান তাঁদের কোলে আসবে। সানি কৌশল বলেন,
"সকলের খুব আনন্দ হচ্ছে এবং কী হবে তা নিয়ে কিছুটা চিন্তিতও আছি। সব মিলিয়ে বেশ দোলাচলে। আমরা সেই দিনটির জন্য অপেক্ষা করছি, যেদিন নবজাতক আমাদের সঙ্গে থাকবে।"