নিজস্ব সংবাদদাতা: গোলযোগ যেন পিছুই ছাড়ছে না মিঠুন চক্রবর্তীর পরিবারের। এবার বড়সড় বিপাকে পড়লেন 'মহাগুরু'। বর্ষীয়াণ অভিনেতার বিরুদ্ধে অবৈধ নির্মাণের গুরুতর অভিযোগ উঠলো। মিঠুনের বিরুদ্ধে এবার শোকজ নোটিশ জারি করল বৃহন্মুম্বই পুরনিগম। মুম্বইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই একতলা ভবন নির্মাণ করার অভিযোগে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

 

 

 

পুরনিগমের তরফে ১০ মে জারি করা নোটিসে বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, সম্পত্তি সংস্কারের বৈধ ব্যাখ্যা দিতে হবে মিঠুনকে। উত্তর সন্তোষজনক না হলে উক্ত নির্মাণ ভেঙে দিতে পারে প্রশাসন। আইনি পদক্ষেপ করা হবে অভিনেতার বিরুদ্ধেও।

 

 

 

অভিনেতা মিঠুন চক্রবর্তী ১৭ মে এই অভিযোগ অস্বীকার করে জানান, উক্ত জমিতে কোনো অবৈধ নির্মাণ নেই। তাঁর দাবি, ওই অঞ্চলে একাধিক ব্যক্তিকে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে এবং তাঁর পক্ষ থেকে পুরনিগমের কাছে একটি বিস্তারিত উত্তর প্রস্তুত করা হচ্ছে।

 

 

 

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই ওই এলাকায় প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়। এর মধ্যে কিছু বাংলো নকল নকশার ভিত্তিতে তৈরি হয়েছিল বলেও অভিযোগ। ৯ মে আশেপাশের এলাকায় ৯টি নির্মাণ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। সবকটি অবৈধ নির্মাণ ৩১ মে’র মধ্যে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পুরোসভা।

 

 

অভিনেতার বাড়ির ক্ষেত্রে পুরসভার অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই জমির উপর ভবন নির্মাণ করা হয়েছে। এমনকী ১৮৮৮ সালের বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন আইন অনুযায়ী ৩৩৭, ৩৪২, ৩৪৭ ধারায় মামলাও হতে পারে মিঠুনের বিরুদ্ধে।