প্রথম থেকেই বিতর্কে ঘেরা রিয়্যালিটি শো 'বিগ বস ১৯'। সাম্প্রতিক এক পর্বে প্রতিযোগী নেহাল চুদাসামা ঘরের আরেক প্রতিযোগী আমাল মালিকের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর দাবি করে বসেন। নেহার অভিযোগ, একটি টাস্ক চলাকালীন আমাল তাঁকে নাকি 'আপত্তিকরভাবে স্পর্শ' করেছেন! তাঁর এই মন্তব্যের পরই ‘বিগ বস’-এর অন্দরে উত্তেজনা তৈরি হয়। ঘটনার রেশ ধরে ‘উইকএন্ড কা বার’ পর্বে তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। সঞ্চালক ফারাহ খান বিষয়টি নিয়ে আমালকে সরাসরি প্রশ্ন করলে আবেগপ্রবণ হয়ে পড়েন জনপ্রিয় সঙ্গীত পরিচালক-গায়ক। ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, পরিবারের বিতর্কিত অধ্যায় থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন এবং আজও সেই অবস্থানেই আছেন।
ফারাহ সামনে চোখের জল ধরে রাখতে পারেননি আমাল। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে তিনি মর্মাহত, তবে এই প্রসঙ্গে একটি ব্যক্তিগত গল্প শেয়ার করতে চান। যদিও শো-এর সম্প্রচারে নাম প্রকাশ করা হয়নি। তবে দর্শকদের কাছে স্পষ্ট হয়ে যায় যে তিনি তাঁর কাকা তথা সংগীত পরিচালক অনু মল্লিকের ‘মি টু’ বিতর্কের কথা বলছেন। আমালের কথায়, “যখন ওই অভিযোগ ওঠে, তখন আমাকে পরিবারের পক্ষ থেকে পাশে দাঁড়াতে বলা হয়েছিল। কিন্তু আমি সাফ জানিয়েছিলাম, আমি সমর্থন করব না। কারণ আমি বিশ্বাস করি, আগুন ছাড়া ধোঁয়া ওঠে না।” এভাবে তিনি ইঙ্গিত দেন যে অন্যায়ের সঙ্গে আপস করা তাঁর পক্ষে সম্ভব নয়, এমনকী তা যদি নিজের পরিবারের কারও বিরুদ্ধেও হয়।

আমালের আবেগঘন বক্তব্য শোনার পর নেহাল জানান, তাঁর প্রতিক্রিয়া আসলে অতীতের মানসিক আঘাতের ফল। জীবনের এক সময়ে তিনি অনুপযুক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। সেই আঘাতই তাঁকে অতিরিক্ত সংবেদনশীল করে তোলে, যার কারণে তিনি হঠাৎই আমালের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন। পরে অবশ্য নেহা স্পষ্ট করেন, আমালের উদ্দেশ্য নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই।
এই ঘটনা সম্প্রচারের পর থেকেই দর্শক ও নেটাগরিকদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়। অনেকেই আমালের সততা ও খোলাখুলি বক্তব্যের প্রশংসা করেন। অন্যদিকে, নেহালের কষ্ট ও অতীতের মানসিক আঘাতের দিকটিও সমবেদনা কুড়িয়েছে। সব মিলিয়ে এই পর্বে একদিকে প্রতিযোগীদের সম্পর্কের টানাপোড়েন কমেছে, অন্যদিকে ‘মি টু’ বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে মি টু আন্দোলনের সময় গায়িকা সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিত-সহ একাধিক মহিলা শিল্পী অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এর জেরে ‘ইন্ডিয়ান আইডল’ রিয়্যালিটি শো থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও অনু মালিক শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। সেসময়েই কাকার বিরুদ্ধে মুখ খুলেছিলেন ভাইপো আমাল মালিক। বিগ বস-এর ঘরে সেই প্রসঙ্গে ফের চর্চা শুরু হয়েছে।
