সংবাদ সংস্থা, মুম্বই: টিক টিক করে ঘুরছে ঘড়ির কাঁটা ৷ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল ৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস ১৮’। এবারও সঞ্চালকের ভূমিকায় ফিরছেন সলমন খান।

১৮তম সিজনে বিগবসের থিম 'টাইম কা তান্ডব'। অর্থাৎ এবার ভবিষ্যতের দিকেও নজর রাখবে বিগ বস। প্রোমোতে সেই ঝলক দেখা গিয়েছে। রবিবার রাত ৯ টা থেকে কালারস-এ শুরু হবে জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সম্প্রচার। এছাড়াও অনলাইনে জিও সিনেমাতে দেখা যাবে এই শো।  

এবার এই শোয়ের প্রতিযোগী কারা? সেখানেও রয়েছে চমক। জানা যাচ্ছে, ‘খতর কে খিলাড়ি ১৪’-এর গ্র্যান্ড ফিনালে চলাকালীন রোহিত শেট্টি বিগ বস ১৮-এর প্রথম প্রতিযোগী হিসাবে নিয়া শর্মার নাম প্রকাশ করেছিলেন। তাই টেলিভিশন অভিনেত্রী নিয়ার ঘরবন্দি হওয়ার খবর নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এছাড়াও দেখা যেতে পারে টেলিভিশনের আরেক পরিচিত মুখ ধীরাজ। সূত্রের খবর, শেহজাদা ধামি, ভিভিয়ান ডিসেনা, চাহাত পান্ডে এবং শিল্পা শিরোদকার বিগ বসের ঘরে প্রবেশ করছেন।

এবারের প্রতিযোগী কারা, তা নিয়ে যেমন দর্শকদের মধ্যে কৌতুহল রয়েছে তেমনই এবার বিগ বস-এর ঘরে কী কী চমক থাকছে, তা জানতেও মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ প্রতিবারই ভিন্ন ধরনের খিম নিয়ে হাজির হন নির্মাতারা। আর বিগ বসের ঘর এবার সেজে উঠেছে অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে। চ্যানেলের তরফে সেটের ছোট্ট একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে ৷ যেখানে দেখানো হয়েছে, বিলাসবহুল বাড়িকেও হার মানাতে পারে বিগ বস-এর সেট ৷ ক্যামেরার নজরদারি এড়িয়ে কেউ বাঁচতে পারবে না ৷ এদিক-ওদিক গেলেই গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ গার্ডেন এরিয়া থেকে বাথরুম, সব জায়গাতেই ঐতিহ্যের ছোঁয়া ৷