টেলিভিশনের জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন। ১৯ ডিসেম্বর তাঁর এবং হর্ষ লিম্বাচিয়ার ঘরে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান। সন্তানের জন্মের কয়েক দিনের মধ্যেই নিজের ইউটিউব ভ্লগে দ্বিতীয়বার প্রসবযন্ত্রণার ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ভারতী।

ভ্লগে ভারতী জানান, ১৯ ডিসেম্বর ভোররাতে হঠাৎ করেই তাঁর ওয়াটার ব্যাগ ফেটে যায়। সেই মুহূর্তে কীভাবে আতঙ্কে কেঁপে উঠেছিলেন, তার বিস্তারিত বর্ণনাও দেন তিনি। ভিডিওয় ভারতীকে বলতে শোনা যায়, “ভোর ছ’টা নাগাদ হঠাৎ দেখি সব ভিজে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করি। উনি জানান, বেবির ওয়াটার ব্যাগ ফেটে গিয়েছে এবং অবিলম্বে হাসপাতালে যেতে হবে।”

ভ্লগটি শুট করা হয়েছিল প্রসবের ঠিক আগে। সেখানে চোখের জল ধরে রাখতে পারেননি ভারতী। তিনি বলেন, “আগের রাতেই বেবির ব্যাগ গুছিয়ে রাখছিলাম। কিন্তু সকালে সবকিছু এত দ্রুত ঘটে গেল যে আমি ভীষণ ভয় পেয়ে যাই। কিছুই বুঝতে পারছিলাম না। সবাইকে ঘুম থেকে তুলে তাড়াহুড়ো করে হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।”

আরও যোগ করেন, “সারারাতই একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু বুঝতে পারিনি কী হচ্ছে। সকালে উঠে দেখি জামাকাপড়, বিছানার চাদর সব ভেজা। আমি শকে ছিলাম, কাঁপছিলাম। জানি না এরপর কী হবে আমার বা হর্ষের সঙ্গে। তাই আপনাদের সঙ্গে নিজের অনুভূতিগুলো ভাগ করে নিতে চেয়েছিলাম। প্রার্থনা করবেন, যেন সব ঠিকঠাক হয়।”

ভিডিওয় দেখা যায়, দ্রুত ভারতীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন হর্ষ। তাঁদের বড় ছেলে গোলা ওরফে লক্ষ্যও সেই সময় বাবা-মায়ের সঙ্গে ছিল। উল্লেখ্য, প্রথম পুত্র গোলার জন্মের প্রায় তিন বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে লিম্বাচিয়া পরিবারে ফের আনন্দের আলো। কয়েক মাস আগেই সমাজমাধ্যমে একটি আদুরে পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন ভারতী ও হর্ষ।

২০১৭ সালে বিয়ে করেছিলেন ভারতী ও হর্ষ। তাঁদের রসায়ন বরাবরই দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ২০২২ সালের এপ্রিলে তাঁদের কোল আলো করে এসেছিল প্রথম সন্তান লক্ষ্য সিং লিম্বাচিয়া। ছেলেকে আদর করে তারকা দম্পতি ‘গোলা’ বলে ডাকেন। ছোট থেকেই গোলার নানা মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হর্ষ-ভারতী। এবার ছোট্ট গোলার সঙ্গী হিসাবে এল তার ছোটভাই। দম্পতির ইচ্ছা ছিল, এবার তাঁদের কোল আলো করে আসুক একটি কন্যাসন্তান। তবে এখানেই শেষ নয়। সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেল ভারতী টিভি-র একটি পডকাস্টে হর্ষ জানিয়েছিলেন, তাঁরা নাকি ইতিমধ্যেই তৃতীয় সন্তানের কথাও ভাবতে শুরু করেছেন।