টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
সন্তানকে প্রথমবার কোলে নিলেন ভারতী
কমেডিয়ান ও অভিনেত্রী ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া সম্প্রতি তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের সুখবর জানান। সন্তানের জন্মের পরের অভিজ্ঞতাও ভারতী নিয়মিতভাবে তাঁর ইউটিউব ভ্লগে তুলে ধরছেন।
মঙ্গলবারের ভ্লগে ভারতী জানান, সন্তান জন্মের পর প্রথমবার তাঁকে কোলে নিতে তাঁর দু’দিন লেগে যায়। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি আবেগে ভেঙে পড়েন। ভারতী বলেন, জন্মের পর শিশুটিকে কিছু মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁর কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল।
দু’দিন পরে যখন হাসপাতালের কর্মীরা শিশুটিকে তাঁর কাছে নিয়ে আসেন, তখন তিনি আর নিজের অনুভূতি সামলাতে পারেননি। নার্সকে অনুরোধ করে তিনি শিশুটিকে কোলে নেন। সেই সময় তাঁকে খুব আবেগপ্রবণ দেখায়। আদর করে তিনি তাঁর নবজাতকের নাম রেখেছেন ‘কাজু’।
ভ্লগে ভারতী বলেন, “কত সুন্দর! অবশেষে আমার কাজু আমার কোলে এসেছে। একদম সুন্দর আর সুস্থ বাচ্চা। খুব তাড়াতাড়ি ওর মুখ আপনাদের দেখাব। দু’দিন পরে আমার বাচ্চাকে পেলাম। ও যেন সবসময় ভাল আর সুস্থ থাকে।”
পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
মালয়ালম চলচ্চিত্র পরিচালক ও প্রাক্তন বিধায়ক পি টি কুঞ্জু মুহাম্মদকে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বুধবার এই তথ্য জানিয়েছে।
পুলিশের তরফে জানানো হয়, মঙ্গলবার ক্যান্টনমেন্ট থানায় তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরা দেন মুহাম্মদ। আনুষ্ঠানিকভাবে তাঁকে গ্রেপ্তার দেখানো হলেও তাঁকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়। চলতি মাসের শুরুতে ক্যান্টনমেন্ট পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে।
চলতি মাসের শুরুতে ক্যান্টনমেন্ট পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরল চলচ্চিত্র উৎসবের জন্য মালয়ালম ছবি বাছাইয়ের কাজে তাঁরা যে হোটেলে ছিলেন, সেখানেই ওই মহিলাকে শ্লীলতাহানি করা হয়।
বিমানবন্দরে লেন্সবন্দি এষা
ধর্মেন্দ্রের মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল তাঁর মেয়ে অভিনেত্রী এষা দেওলকে। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে শহর ছাড়ার সময় তাঁকে দেখা যায়। তবে তিনি কারও সঙ্গে কথা বলতে চাননি।
বিমানবন্দরে এষাকে দেখা যায় সম্পূর্ণ কালো পোশাকে। তিনি কালো ক্রু-নেক টি-শার্ট ও কালো প্যান্ট পরেছিলেন। সঙ্গে ছিল এভিয়েটর সানগ্লাস ও খুব সাধারণ অ্যাক্সেসরি। একটি ব্রেসলেট ও একটি আংটি।
নিরাপত্তা চেক-ইনের দিকে যাওয়ার সময় পাপারাজ্জিরা তাঁকে একটু থামতে ও ছবি তুলতে অনুরোধ করেন। এষা অনুরোধ রাখেন এবং ক্যামেরার সামনে অল্প সময়ের জন্য পোজ দেন। তবে তাঁর মুখে ছিল গম্ভীর ভাব।
এই সময় এক ফোটোগ্রাফার তাঁকে জিজ্ঞাসা করেন, “আপনি কেমন আছেন?” প্রশ্নটি শুনে এষা খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন। তিনি হাত তুলে ইশারা করেন, যেন প্রশ্নটি অনুচিত বলেই মনে হয়েছে তাঁর। এরপর তিনি দু’হাত জোড় করে বিমানবন্দরের ভিতরে চলে যান।
