নিজস্ব সংবাদদাতা: থ্রিলার যুগের নতুন সংযোজন হিসেবে আসছে 'অপ্রকাশিত'। পরিচালনায় সোহম আচার্য্য। অভিনয়ে রয়েছেন জয় সেনগুপ্ত, আরিয়ান ভৌমিক, দেবলীনা দত্ত, লামা হালদার, রানা বসু ঠাকুর ও বুদ্ধদেব ভট্টাচার্য। 


ছবির মূল প্রেক্ষাপট হল এক লেখকের জীবনী ঘিরে। গল্পে পাঠক মহলে প্রবল সমালোচিত  সাহিত্যিক 'অমিত দত্ত'। এই ভূমিকায় রয়েছেন জয় সেনগুপ্ত। সংবাদমাধ্যমের প্রচার, বর্তমানে তিনি নাকি অন্যের লেখা নিজের নামে ছাপিয়ে খ্যাতি পেতে চান।

এমনকী বিগত দুই দশক ধরে তাঁর যা কিছু খ্যাতি,অর্থ, সবকিছুর অন্তরালে নাকি তাঁর নৃশংস অপরাধ লুকিয়ে রয়েছে। এমনটাই অভিযোগ।


অভিযোগের মোকাবিলায় তিনি তর্ক বিতর্ক থেকে হাতাহাতি ও পুলিশি ঝামেলা জড়িয়ে যান। এমনকী জানা যায়, প্রতিহিংসাবসত তাঁর প্রাক্তন স্ত্রীও এই মিডিয়া গোষ্ঠীর ষড়যন্ত্রে শামিল। এদের ষড়যন্ত্রের মোক্ষম জবাব দেওয়ার জন্যে অমিত দত্ত কোনও উপায় খুঁজে পান না। অবশেষে এক নবীন সাংবাদিকের পরামর্শে তিনি জীবনী প্রকাশ করার সংকল্প করেন।

সাংবাদিকের ভূমিকায় আরিয়ান ভৌমিক। লেখক ভাবেন, এই জীবনী প্রকাশের মাধ্যমে হয়তো তিনি পাঠক মহলে পুনরায় হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে পারেন।


দিনের পর দিন সাক্ষাৎকারের মাধ্যমে তিনি তাঁর জীবনের সংগ্রাম, খ্যাতি, অর্থ, পুরস্কার প্রাপ্তির ঘটনা, পুঙ্খানুপুঙ্খ বলতে থাকেন। আর সেই নবীন সাংবাদিক সেগুলো নোট করতে থাকে।


হঠাৎ একদিন শিশুহত্যার অভিযোগে অমিত দত্তকে গ্রেপ্তার করা হয়। এদিকে প্রকাশ হয় তাঁর জীবনী। 


ওই নবীন সাংবাদিক অমিত দত্তের জীবনী লিখতে গিয়ে তাঁর চরিত্রটির মধ্যে নেতিবাচক প্রভাব নিয়ে আসে। কিন্তু কীসের লোভে সে এমন করে? কাদের পরামর্শে? এদিকে অমিত দত্তের যাবজ্জীবন কারাবাস হয়ে যায়। তিনি কি এবার পারবেন বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে? এই উত্তর মিলবে ছবির গল্পে। 


প্রযোজক স্বর্ণালী আচার্য্যর প্রযোজনা সংস্থা 'স্বর্ণালী এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে ৬ সেপ্টেমম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।