নিজস্ব সংবাদদাতা: 'খাদান' যে ভরপুর অ্যাকশনে ঘেরা ছবি হতে চলেছে তা নিয়ে আর কোনও সন্দেহ নেই দর্শকমনে। অ্যাকশন ঘরানার দক্ষিণী ছবিকেও টেক্কা দিতে তৈরি 'খাদান'। কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। কিন্তু এর থেকে বেশি কিছু প্রকাশ্যে আনেননি 'খাদান' টিম। ইতিমধ্যেই ছবির ঝলক দেখে ছবি নিয়ে আগ্রহের পারদ লাফিয়ে বেড়েছে। সোমবার তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’-এর প্রি-ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যাওয়ার পথে এক বিলাসবহুল বাসে আড্ডায় মাতলেন ছবির কলাকুশলীরা। সঙ্গে ব্যক্তিগত বার্তা দিলেন অনুরাগীদের উদ্দেশ্যেও। এবং এই সেই মুহূর্তের কিছু অংশ ভিডিও করেছেন খোদ দেব। শুধু ভিডিও করেই থেমে থাকেননি সমাজমাধ্যমে তা পোস্টও করে দিয়েছেন প্রায় সঙ্গে সঙ্গেই।
ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে যীশু সেনগুপ্তকে। হাতে ধরা মুঠোফোনে মগ্ন ছিলেন অভিনেতা, হঠাৎ তাঁকে চমকে দিয়ে দেব বলে ওঠেন, "স্যার, আপনি লাইভ আছেন।" শোনামাত্রই থতমত খেয়ে যান যীশু। অবশ্য চটপট নিজেকে সামলেও নেন। বলে ওঠেন, "নমস্কার, খাদান মুক্তি পাচ্ছে আগামী ২০ ডিসেম্বরে। আর কী বলব? বাকিটা আপনারা বুঝেই নিন।" বলা শেষ করেই পাশে বসা অভিনেতা পার্থসারথিকে হালকা ঠ্যালা মেরে যীশু বলে ওঠেন, "এই, তুই কিছু বল!" দেব-ও হাসতে হাসতে তাঁকে বলেন, "বল, বল।" রোদচশমাটা কায়দা করে ঠিক করে পরিচিত এই অভিনেতা দর্শকের উদ্দেশ্যে বলেন, " ২০ তারিখ আসছে খাদান। প্রেক্ষাগৃহ যেন ভর্তি থাকে..." তাঁর কথার মাঝেই যীশু অবাক গলায় বলে ওঠেন, "আরে এই, এরকম করে বলিস না। অনুরোধ কর। " শুনেই জোর গলায় হেসে ওঠেন দেব।
কোনওরকমে সামলে পার্থসারথি বলে ওঠেন, "হ্যাঁ, হ্যাঁ, অনুরোধ-ই তো করছি।" খাদান-এর অন্যতম সুরকার স্যাভি বললেন, " আগামী ২০ তারিখ আমরা প্রেক্ষাগৃহকে স্টেডিয়ামে পরিণত করব!" পরিচালক সুজিত রিনো দত্তের পালা এলে স্মিত হেসে অল্প কথায় তিনি বলেন, "২০ তারিখ দেখা হচ্ছে। ফাটিয়ে দিন।" বাদ যাননি ছবির অন্যতম নায়িকা ইধিকা পাল-ও। ছবি ঘিরে যে আশায় বুক বেঁধেছেন তিনি, তা বোঝা গেল তাঁর কথা শুনেই। অভিনেতা জন আবার একেবারে নিজস্ব ছন্দে হিন্দিতে বলে উঠলেন, " আগামী ২০ তারিখ বিস্ফোরণ হতে চলেছে!"
প্রসঙ্গত, কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে 'খাদান'। 'শ্যাম মাহাতো' এবং 'মোহন দাস'-এর বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প। এই দুই চরিত্রে থাকছেন দেব ও যীশু। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য সহ আরও অভিনেতাদের ঝলক। সবাইকে একসঙ্গে দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন ছবির ধামাকাদার ট্রেলারের। পরিচালক সুজিত রিনো দত্তের দাবি, খাদান-এর নির্মাতাদের দাবি, আসন্ন বড়দিনে বাংলার সবচেয়ে বড় চমকপ্রদ ছবি হয়ে আসছে এই ছবি'।
