প্রয়াত জুবিন গর্গ! সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তিন দশকেরও বেশি সময় ধরে আসামি এবং ভারতীয় সঙ্গীতের মঞ্চে তিনি ছিলেন এক অনন্য কণ্ঠস্বর। জুবিনকে বলা হত ‘উত্তর-পূর্বের রকস্টার’! অসমের সঙ্গীতজগতের প্রাণ, জনপ্রিয় গায়ক–অভিনেতা–প্রযোজক জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে। বাংলা ছবিতে একাধিক গান গেয়েছেন এই গায়ক। অভিনেতা সোহম চক্রবর্তীর ‘প্রেম আমার’, ‘জানেমন’-এর মতো একাধিক ছবিতে গান তো গেয়েইছিলেন জুবিন, পাশাপাশি সোহমের আসন্ন একটি ছবিতেও শোনা যাবে জুবিনের গাওয়া সেই গান। আপাতত সেই গানের মিক্সিংয়ের কাজ মুম্বইয়ের স্টুডিওতে বসে সারছিলেন সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। তার মধ্যেই এল এই দুঃসংবাদ। 

আজকাল ডট ইন-এর কাছে এই প্রসঙ্গে সোহম বললেন, “ভাবাই যায় না। খবরটা সত্যিই যন্ত্রণা দিচ্ছে। আমার আসন্ন ছবির জন্য একটি গান গেয়েছিল জুবিনদা, তাঁর গাওয়া সেই গানের মিক্সিংয়ের কাজ করছিলেন জিৎদা। কী বলব বুঝে উঠতে পারছি না! গতকালও  জিৎ দার সঙ্গেও কথা হচ্ছিল এই গানটা নিয়ে...আমার কত ছবিতে যে গান গেয়েছেন জুবিনদা। অদ্ভুত প্রতিভা ছিল...গলার কী রেঞ্জ ছিল, বাপরে বাপ! কত ধরনের গান-ই না গেয়েছেন উনি। বড় অনুরাগী ছিলাম ওঁর গানের। আমি ভাষা খুঁজে পাচ্ছি না কী শোকবার্তা দেব। খুব সম্প্রতি কথা না হলেও কিছুদিন আগেও ওঁর সঙ্গে কথা হচ্ছিল। খুব হুল্লোড়ে মানুষ ছিলেন। মজা করতে ভারী ভালবাসতেন। একসঙ্গে শো-ও করেছি আমরা। ওঁর গাওয়া গানে লিপ দেব, আজকের পর থেকে ইচ্ছে থাকলেও তা আর বাস্তবায়িত হওয়ার উপায় থাকল না। ওঁর কাজের মধ্যেই, গানের মধ্যে দিয়ে তো বেঁচে থাকবে জুবিনদা। কিন্তু মানুষটাকে মিস করব বড্ড।”

জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন। গান গেয়েছেন ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মতো ছবিতে। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। ‘রংবাজ’, ‘খিলাড়ি’, ‘খোকা ৪২০’–এর মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তবে বছরখানেক ধরেই শরীর ভাল যাচ্ছিল না জুবিনের। 


জানা গেছে, সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’–এ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। শুক্রবারই পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রের খবর, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে গত মে মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুবিন। সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। কিন্তু কে জানত, কয়েক মাসের মধ্যেই আকস্মিক দুর্ঘটনা কেড়ে নেবে জুবিনের প্রাণ।