সংবাদ সংস্থা মুম্বই: কলকাতায় এলে দক্ষিণেশ্বরে কাজল আসবেন-ই। সে ছবির শুটিং হোক কিংবা কাজের সূত্রে ঝটিকা সফর। ভবতারিনীর মন্দিরে এসে নিষ্ঠাভরে এই বলি-অভিনেত্রী নিষ্ঠাভরে পুজো দিচ্ছেন, এ ছবি দেখা গিয়েছে একাধিকবার। বৃহস্পতিবার সকালে ফের একবার দেখা গেল সে দৃশ্য। আগামী সপ্তাহে কাজলের নতুন ছবি ‘মা’-এর প্রচার ঝলক মুক্তি পাবে। সবটা যেন শুভ হয়— সেই আশীর্বাদ চাইতেই কলকাতায় দক্ষিণেশ্বরে এসেছিলেন নায়িকা। পুজো দিয়েই অভিনেত্রী তড়িঘড়ি রওনা দেন বিমানবন্দরের উদ্দেশ্যে।

 

 

পরনে হালকা গোলাপি সিল্কের শাড়ি। সঙ্গে হালকা লিপস্টিক ও নামমাত্র রূপসজ্জা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে  কয়েক পশলা মুহূর্তের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অজয়-পত্নী বলে ওঠেন, “কলকাতা এসে খুব ভাল লাগছে। মনে হচ্ছে, আমি আমার মায়ের বাড়ি এসেছি। দক্ষিণেশ্বরের মায়ের উপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। ছবি মুক্তির আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছি।” উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালেও শান্তিনিকেতন এবং আউশগ্রাম থেকে শুটিং সেরে ফিরে মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন কাজল। 

 

 

আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘মা’। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের ছবি। ছবিতে কাজলকে দেখা যাবে এক মায়ের ভূমিকায়। যে নিজের মেয়েকে প্রাণপণে সর্বশক্তি দিয়ে এক অতিপ্রাকৃতিক শক্তি থেকে বাঁচানোর জন্য লড়াই করছে। এ ছবিতে কাজল ছাড়াও রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে।