নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তাঁর অভিনয় নিয়ে যতটা সমালোচনায় থাকেন, তার থেকে অনেক বেশি চর্চায় থাকে নায়িকার প্রেম, বিয়ে, সম্পর্কে। ছেলের দু'বছর বয়স হতে না হতেই আবারও মা হয়েছিলেন নায়িকা। প্রাক্তন স্বামী শরিফুল রাজ-এর সঙ্গে বিচ্ছেদের পর ছেলে এবং মেয়েকে নিয়ে একাই থাকেন নায়িকা। 

 

এর মাঝে বহুবার নায়িকার জীবনে নতুন প্রেমের ইঙ্গিত পাওয়া গিয়েছে। জল্পনার আঁচ তুঙ্গে থাকলেও প্রেমে সিলমোহর দেননি নায়িকা। বারবার জানিয়েছেন, মনের দরজায় নাকি তালা বন্ধ করে রেখে দিয়েছেন তিনি। আর কাউকে নিজের কাছে আসতে দেবেন না। এখন শুধু দুই সন্তানকে নিয়েই তাঁর জীবন। 

 

 

এদিকে, বাংলাদেশের বিনোদন মহলে কান পাতলেই শোনা যাচ্ছে তিনি নাকি নতুন সম্পর্ক জুড়েছেন গায়ক শেখ সাদীর সঙ্গে। যদিও এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে চান পরীমণি। বেশিরভাগ সময়ই পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলতে থাকে। এই বিষয়ে আগেও প্রতিবাদ করেছিলেন তিনি। তবে এবার নায়িকার পোস্ট তাঁর প্রেমের গুঞ্জনে সিলমোহর দিল। 

 

ইদের দিন নিজের হাতের একটি ছবি পরী ভাগ করলেন সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, হাতে সেলাইন দেওয়া রয়েছে। বোঝাই যাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কিন্তু তার মাঝেই ইদ পালন করেছেন। যদিও জানা যাচ্ছে, এই মুহূর্তে সুস্থ আছেন তিনি। কিন্তু এই সবকিছুর মধ্যে নজর কাড়ল অভিনেত্রীর হাতের মেহেন্দি। মেহেন্দির কল্কার মাঝে ফুটে উঠেছে 'এস' অক্ষরটি। যা দেখে নেটিজেনদের দাবি, শেখ সাদীর নামের আদ্যাক্ষর নিজের মেহেন্দিতে ফুটিয়ে তুলেছেন পরী।