সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে প্রথমবার অভিনয় করতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। অন্যদিকে, ব্যক্তিগত জীবনে দারুণ ভাল সময় কাটালেও বিয়ের পরই কর্মক্ষেত্রে খারাপ খবর অভিনেতা আদৃত রায়ের জন্য। সৃজিতের 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবিতে অভিনেতাদের তালিকায় আদৃতের নাম শোনা গেলেও তা ঠিক নয় নিশ্চিত করলেন পরিচালক স্বয়ং। 
‘মিঠাই’ ধারাবাহিক শেষের পর ‘পাগলপ্রেমী’ ছবিতে মুখ্য চরিত্রে আদৃত। সেখানে ৭-৮ রকমের নতুন লুকে দেখা যেতে চলেছে এই অভিনেতাকে। সেই কারণে ওজনও কমিয়ে ফেলেন বেশ খানিকটা। এরপর শোনা গিয়েছিল সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতেও অভিনয় করছেন আদৃত। বিয়ের পরই পাওয়া গেল খারাপ খবর। সৃজিতের ছবিতে থাকছেন না আদৃত। অভিনেতাদের সঙ্গে ছবি পোস্ট করে নিশ্চিত করলেন সৃজিত।
তা হলে কি এই ছবিতে আদৌ ছিলেন না আদৃত? নাকি বিশেষ কোনও কারণে বাদ পড়লেন ছবি থেকে?
তা এখনও জানা যায়নি। আরও একটি বড় খবর, সৃজিত মুখোপাধ্যায় ছবিতে প্রথমবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে নারাজ অভিনেত্রী। প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ। তাই তার জন্য মুখিয়ে আছেন তিনি। পাশাপাশি, এই ছবিতে অভিনয় করছেন টলিউডের স্বনামধন্য অভিনেতারা। রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, রাহুল বন্দোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক। অভিনেত্রী সৌরসেনী মৈত্রর কথা প্রথমেই জানিয়েছিলেন পরিচালক। একই ছবিতে এত তারকার একসঙ্গে অভিনয় নিঃসন্দেহে টলিউডের জন্য এক দুর্দান্ত উপহার হতে চলেছে।
‘মিঠাই’ ধারাবাহিক শেষের পর ‘পাগলপ্রেমী’ ছবিতে মুখ্য চরিত্রে আদৃত। সেখানে ৭-৮ রকমের নতুন লুকে দেখা যেতে চলেছে এই অভিনেতাকে। সেই কারণে ওজনও কমিয়ে ফেলেন বেশ খানিকটা। এরপর শোনা গিয়েছিল সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতেও অভিনয় করছেন আদৃত। বিয়ের পরই পাওয়া গেল খারাপ খবর। সৃজিতের ছবিতে থাকছেন না আদৃত। অভিনেতাদের সঙ্গে ছবি পোস্ট করে নিশ্চিত করলেন সৃজিত।
তা হলে কি এই ছবিতে আদৌ ছিলেন না আদৃত? নাকি বিশেষ কোনও কারণে বাদ পড়লেন ছবি থেকে?
তা এখনও জানা যায়নি। আরও একটি বড় খবর, সৃজিত মুখোপাধ্যায় ছবিতে প্রথমবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে নারাজ অভিনেত্রী। প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ। তাই তার জন্য মুখিয়ে আছেন তিনি। পাশাপাশি, এই ছবিতে অভিনয় করছেন টলিউডের স্বনামধন্য অভিনেতারা। রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, রাহুল বন্দোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক। অভিনেত্রী সৌরসেনী মৈত্রর কথা প্রথমেই জানিয়েছিলেন পরিচালক। একই ছবিতে এত তারকার একসঙ্গে অভিনয় নিঃসন্দেহে টলিউডের জন্য এক দুর্দান্ত উপহার হতে চলেছে।
