চোখে জল নিয়ে সমাজমাধ্যমে এসেছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বলিউড অভিনেতা বাবিল খান। সেই সময় সমালোচনার শিকারও হন বাবিল। এই ঘটনার পাঁচ মাস পর সোশ্যাল মিডিয়ায় ফিরে এসেছেন। ইনস্টাগ্রামে ফিরে এসে তিনি একটি সংবেদনশীল নোট লিখেছেন, যেখানে তিনি মানসিক স্বাস্থ্য সমস্যা, বিশেষত বিষণ্ণতা, অনিদ্রা, এবং আতঙ্কের সঙ্গে তাঁর লড়াইয়ের কথা তুলে ধরেছেন।
গত মে মাসে বাবিল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করার পর হঠাৎই সমাজ মাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। সেই ভিডিওতে তিনি কেঁদেছিলেন এবং বলিউডের 'ভুয়ো' মানুষদের নিয়ে কথা বলেছিলেন, যা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়। পরে অবশ্য তাঁর পরিবার এবং টিম একটি বিবৃতি জারি করে জানায় যে, তাঁর কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি কেবল তাঁর কঠিন দিনগুলোর কথা বলছিলেন।
