সংবাদ সংস্থা মুম্বই: বাবিল খান সরে দাঁড়ালেন সাই রাজেশের ছবি থেকে, বিস্ফোরক মন্তব্যে ফুটে উঠল তীব্র ক্ষোভ ও যন্ত্রণার ছাপ! বলিউডের উদীয়মান অভিনেতা ও প্রয়াত ইরফান খানের পুত্র বাবিল খান হঠাৎই ঘোষণা করলেন, তিনি পরিচালক সাই রাজেশের আসন্ন ছবির কাজ থেকে সরে দাঁড়িয়েছেন। ছবিটি ছিল সাইয়েরই তেলেগু হিট ছবি 'বেবি'-র হিন্দি রিমেক।
তবে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি বিতর্কিত ভিডিও পোস্ট করে বাবিল বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। সেই ভিডিওতে একাধিক বলিউড তারকার নাম নিয়ে মন্তব্য করেন তিনি। পরে যদিও দাবি করেন, ভিডিওটি "ভুল ব্যাখ্যা" করা হয়েছে এবং তিনি আসলে প্রশংসাই করেছিলেন।
রবিবার ইনস্টাগ্রামে বাবিল লেখেন— “অনেক আন্তরিকতা, ভালবাসা, এবং পারস্পরিক সম্মানের সঙ্গে আমরা একসাথে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কাজটা এগোলো না। আমি কিছুদিনের জন্য বিরতি নেব। সাই রাজেশ স্যার ও গোটা টিমকে জানাই আমার শুভেচ্ছা। আমরা আবার একদিন ম্যাজিক তৈরি করব।”
