‘বাহুবলী’ ছবি খ্যাত নায়ক প্রভাস নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখেন। প্রায় সবসময়ই রহস্যের চাদর আলগোছে জড়িয়ে রেখেছেন নিজের যাবতীয় ব্যক্তিগত বিষয়। বিয়ে করবেন কি না, করলে কবে করবেন, কাকে করতে পারেন — এসব নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরের। তবে এবার ফের নতুন করে গুঞ্জন ছড়াল প্রভাসের বিয়ে নিয়ে। সৌজন্যে? প্রভাসের কাকিমা শ্যামলা দেবীর এক মন্তব্য, যা মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সংবাদমাধ্যমকে শ্যামলা দেবী সোজাসাপটা বললেন—“যখন শিবের আশীর্বাদ পাবে, তখনই প্রভাসের বিয়ে হবে। আমরা সকলে ওর বিয়ের জন্য চেষ্টা চালাচ্ছি। শিবের কৃপা থাকলে খুব শীঘ্রই তা হবে।” এই মন্তব্যেই যেন ভক্তদের মধ্যে নতুন করে আগুন ধরল। অনেকেই এখন প্রভাসের মুখের দিকেই তাকিয়ে—তিনি কবে আনুষ্ঠানিকভাবে নিজের বিয়ের খবর দেবেন!
এদিকে পেশাগত ক্ষেত্রে প্রভাস এবার একদম নতুন ঘরানার ছবিতে পা রাখছেন—'দ্য রাজা সাহেব' ছবির মাধ্যমে প্রথমবার তাঁকে পূর্ণাঙ্গ হরর ছবির নায়ক হিসেবে দেখবে দর্শক। এ বছরের শুরুতে মুক্তি পাওয়া সেই ছবির মোশন পোস্টারে মিলেছে রহস্য, অতিপ্রাকৃত কাহিনি আর ভিন্টেজ সিনেমাটিক আভিজাত্যের মিশেল। ছবির পরিচালক মারুতি—যিনি হাস্যরস আর আবেগকে দক্ষতার সঙ্গে বুনে গল্প বলার জন্য পরিচিত। সিনেমাটোগ্রাফিতে কার্তিক পালানি, আর সঙ্গীতে থামান এস—দুজনেই ছবির বড় আকর্ষণ।
চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে থামান এস জানিয়েছিলেন, 'দ্য রাজা সাহেব-'এর সঙ্গীত তৈরিতে তিনি নিয়েছেন এক অনন্য পদ্ধতি—শুটিং চলাকালীনই গান তৈরি ও পরিমার্জন, যাতে গল্পের সঙ্গে সঙ্গীতের সংযোগ আরও গভীর হয়। বহুদিন পর প্রভাস ফিরছেন মূলধারার বাণিজ্যিক ছবিতে। সাউন্ডট্র্যাকে থাকছে নানা স্বাদের গান—একটি জমজমাট ইন্ট্রোডাকশন সং, মিষ্টি সুরের মেলোডি, পা-কাঁপানো নাচের গান এবং এক রোমান্টিক নম্বর যা হবে ছবির মূল থিমের উপর ভিত্তি করে।
অন্যদিকে, ‘উর্দিতে’ মজেছেন প্রভাস । ‘দ্য রাজা সাব’-এর পরপরই শুরু হচ্ছে অভিনেতার নতুন ছবির কাজ। প্রভাসের হাতে এখন একাধিক ছবি—রোমান্টিক হরর, অ্যাকশন, কপ-ড্রামা থেকে শুরু করে সাইকোলজিকাল থ্রিলার—সবই তাঁর তালিকায়। তবে এবার যা খবর শোনা যাচ্ছে তাতে স্পষ্ট ফের সেনাভিত্তিক একটি ছবিতে দেখা যেতে পারে প্রভাস-কে। খবর, 'আমরণ' ছবির সফল পরিচালক রাজকুমার পেরিয়াসামি একটি সেনাবাহিনীর পটভূমিকায় নির্মিত গল্প শুনিয়েছেন প্রভাসকে আর প্রথম শুনেই নায়ক এতটাই মুগ্ধ হয়েছেন যে দ্বিতীয়বার গল্প শুনতে চেয়ে বসেন!
সূত্রের দাবি, প্রভাস নাকি সেই ছবির গল্প শুনেই এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তিনি চিত্রনাট্য আবার শুনতে চেয়েছেন। পরবর্তী স্ক্রিপ্ট রাইডিং সেশনের পরই সম্ভবত এই প্রজেক্ট 'অফিশিয়ালি লক' হবে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ইউভি ক্রিয়েশনস, যারা প্রভাসের সঙ্গে আগেও একাধিক কাজ করেছে। যদিও অভিনেতা বা পরিচালকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
