টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সলমনের জন্য পিছু হটেন প্রভাস!
'বাহুবলী: দ্য এপিক' ছবির প্রচারে এক খোলামেলা আড্ডায় পরিচালক এস এস রাজামৌলি, অভিনেতা প্রভাস এবং রাণা দগ্গুবতী একটি তথ্য প্রকাশ করেন। তাঁরা জানান, নির্মাতারা প্রথমে 'বাহুবলী' ছবিটি ঈদে মুক্তি দিতে চেয়েছিলেন। তবে, ওই একই উৎসবের সপ্তাহে সলমন খানের 'বজরঙ্গি ভাইজান' মুক্তি পাওয়ার কথা ছিল। এই কারণে, রাজামৌলি এবং রাণা ওই দিন ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে প্রভাস অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যোগ করেন, “এটা শুধু একটা ছবিই ছিল না — এটা ছিল সলমন খানের ছবি।”
কার থেকে অভিনয়ের পাঠ নিচ্ছেন অগস্ত্য?

বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন তাঁর নাতি অগস্ত্য নন্দাকে তাঁর নিজের স্বভাবের সঙ্গে তুলনা করেছেন। শ্রীরাম রাঘবনের পরিচালিত ছবি 'ইক্কিস'-এর মাধ্যমে অগস্ত্যর থিয়েট্রিকাল ডেবিউ নিয়ে কথা বলতে গিয়ে জয়া বচ্চন তাঁর নাতির প্রশংসা করেন। অগস্ত্য নন্দা হলেন শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার পুত্র এবং অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতি। যদিও তাঁর বাবা-মা কেউ অভিনয় জগতের নন, তবুও অগস্ত্যর প্রথম ছবিটিই একটি অত্যন্ত চাহিদাপূর্ণ ভূমিকায়— ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত অরুণ ক্ষেত্রপালের বাস্তব জীবনের গল্প নিয়ে তৈরি 'ইক্কিস'। এক সাক্ষাৎকারে জয়া বচ্চন জানান, অভিনয়ের পাঠের জন্য অগস্ত্যকে তাঁর মামা (অভিষেক বচ্চন) এবং দাদু-দিদার উপর নির্ভর করতে হচ্ছে। তিনি বলেন, "সৌভাগ্যবশত অগস্ত্য দ্রুত শিখতে পারে। তার বাবা-মা কেউই অভিনেতা নন, তাই সে তার দাদু-দিদা এবং মামুর কাছে পরামর্শ নিচ্ছে।" নিজের স্বভাবের কথা উল্লেখ করে জয়া বচ্চন দৃঢ়তার সঙ্গে বলেন, "আপনারা তো জানেন, আমি সহজে কারওর প্রশংসা করি না, বিশেষত নিজের ছেলে-মেয়ে বা নাতি-নাতনির। কিন্তু অগস্ত্য বিশেষ। এই ছেলেটি নিজের পথ নিজেই তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ। ঠিক যেমনটা আমি একসময় করেছিলাম।" যদিও 'ইক্কিস' অগস্ত্যর প্রথম থিয়েট্রিকাল মুক্তি, অগস্ত্য এর আগে জোয়া আখতারের 'দ্য আর্চিস'-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: 'দয়া করে আমায় একা থাকতে দিন,' মুম্বইয়ের রাস্তায় হঠাৎ কেন ক্ষেপে উঠলেন আমির খানের প্রেমিকা গৌরী?
মঞ্জুলিকা হবেন অনন্যা?
বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি তাঁর ২৭তম জন্মদিন উদ্যাপন করলেন। কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে এই বিশেষ দিনটি তিনি কাটান। তাঁর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন প্রিয় বন্ধু সুহানা খান এবং তুতো ভাই অহন পাণ্ডে। মা ভাবনা পাণ্ডে এবং আরও কিছু ঘনিষ্ঠজনদের সাথে জন্মদিনের সুন্দর মুহূর্তগুলির ছবি অনন্যা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করেছেন। এই জন্মদিনের শুভেচ্ছা জানানো তারকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। অনন্যার 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' ছবির সহ-অভিনেতা কার্তিক একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, অনন্যা মজার ছলে বলছেন যে তিনি কার্তিকের সঙ্গে 'ভুল ভুলাইয়া ৪'-এ 'মঞ্জুলিকা' চরিত্রে অভিনয় করতে চলেছেন! ভিডিওটির ক্যাপশনে কার্তিক অনন্যাকে 'সবচেয়ে নিঃস্বার্থ সহ-অভিনেত্রী' বলে উল্লেখ করেছেন। যদিও অনন্যার এই ঘোষণাটি ছিল নিছকই রসিকতা, তবুও এই মজাদার বার্তাটি ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি করেছে। কারণ 'পতি পত্নী অউর ওহ'-এর পর এই দুই অভিনেতাকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
