ভূতের দুনিয়া থেকে মজার চরিত্রে ফেরার সময় এসেছে আয়ুষ্মান খুরানার। ‘ড্রিম গার্ল ২’ হিট হওয়ার পর আবার বড়পর্দায় ফিরছেন তিনি ‘থামা’ নিয়ে — আদিত্য সতপোদার পরিচালিত এই ছবিটি দীনেশ ভিজনের হরর-কমেডি ইউনিভার্সের অংশ। মুক্তি পাচ্ছে ২০২৫-এর দীপাবলিতে।খবর, এবার আয়ুষ্মান সই করেছেন এক আউট-অ্যান্ড-আউট ফ্যামিলি কমেডির জন্য। প্রযোজনায় ভূষণ কুমার ও জুনো চোপড়া, যারা এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘পতি পত্নী ঔর ওহ’ ছবিতে। তবে একজন নয়, তিন নায়িকার সঙ্গে ফিরছেন আয়ুষ্মান! সৌজন্যে ‘পতি পত্নী ও সে ২’!
বলিউডে কি আবার হাসির যুগ ফিরছে? হ্যাঁ, একেবারে ধুন্ধুমার কনফিউশন কমেডি নিয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা, সঙ্গে একসঙ্গে তিন-তিনজন নায়িকা! পরিচালক মুদাস্সর আজিজ ফিরিয়ে আনছেন ‘পতি পত্নী ঔর ওহ’-এর মেজাজ, তবে এবার একেবারে নতুন মোড়কে, নতুন গল্পে, নাম— ‘পতি পত্নী ঔর ওহ দো’।
তবে আয়ুষ্মানের এই ছবি কিন্তু কোনও রিমেক নয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পতি পত্নী ও সে’ ছিল ১৯৭৮-এর কাল্ট ক্লাসিকের রিমেক। কিন্তু এই নতুন ছবি তার স্পিরিচুয়াল সিক্যুয়েল হলেও, চিত্রনাট্য একেবারে মৌলিক।একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে— গল্পটা একেবারে নতুন। কোনও পুরনো চরিত্র নেই। ‘পতি পত্নী ও সে ২’ হল আধুনিক সময়ের সম্পর্কের গোলকধাঁধা নিয়ে লেখা সিচুয়েশনাল কমেডি— যেখানে হাসির সঙ্গে থাকবে অনেক বাস্তবতাও। এই ছবির নামেই যেমন একটা দুষ্টু-মিষ্টি টুইস্ট রয়েছে, তেমনই গল্পেও থাকবে সারপ্রাইজ, চমক, হাসির ফোয়ারা আর বাস্তব জীবনের নানান দুষ্টু-মিষ্টি মুহূর্ত।
এক নায়ক, তিন নায়িকা — পর্দায় আয়ুষ্মানের জীবন কোথায় গড়াবে? এই ছবির মূল আকর্ষণ যে কাস্টিং, তা নিয়ে এখনই শোরগোল শুরু হয়ে গেছে। ছবিতে প্রধান চরিত্রে থাকছেন আয়ুষ্মান খুরানা, আর তাঁর সঙ্গে থাকছেন সারা আলি খান, ওয়ামিকা গাব্বি ও রকুল প্রীত সিং— তিন রকম মেজাজের তিন নারী।

ছবি ঘনিষ্ঠ সেই সূত্র আরও জানিয়েছে, ২০১৯ সালের ছবিতে ছিল দু’জন নায়িকা, এবার সংখ্যাটা বেড়ে হল তিন। এবং তিনজনেই গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা চরিত্রে। তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়ালেও, ছবির গল্প কাউকে খলনায়ক করে তোলে না। বরং সম্পর্কের প্যাঁচটাই ছবির আসল আকর্ষণ।
কবে এই ছবির শুরু, কবেই বা মুক্তি? ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বর ২০২৫-এ, এবং স্টার্ট-টু-ফিনিশ শিডিউলে একটানা কাজ চলবে। নির্মাতারা চাইছেন ছবিটি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে বড় পর্দায় মুক্তি পাক। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার ও জুনো চোপড়া, যাঁরা ইতিমধ্যেই বলিউডে একাধিক সফল কমেডির পেছনে রয়েছেন।
পরিচালক মুদাস্সর আজিজ আগেও ‘হ্যাপি ভাগ জায়েগা’, ‘দুলহা মিল গয়া’ এবং ‘পতি পত্নী ঔর ওহ’–র মতো ছবিতে তাঁর স্টাইল এবং রসবোধের পরিচয় দিয়েছেন। এই নতুন ছবিতেও তিনি ‘বাস্তব অথচ নাটুকে’ এক দুনিয়া তৈরি করতে চাইছেন, যেখানে এক পুরুষের জীবনে তিন নারীর আগমন পরপর সব পরিস্থিতি, পরিবেশ সবকিছু গুলিয়ে দেবে!
এই কমেডি ছবির কাজ শেষ করেই আয়ুষ্মান নামবেন সোজা সূরজ বরজাতিয়ার ছবি করতে। নভেম্বর থেকে শুরু হবে সেই পারিবারিক ড্রামেডির শুটিং, যেখানে আয়ুষ্মানকে দেখা যাবে বরজাতিয়ার ক্লাসিক ‘প্রেম’ চরিত্রের স্টাইলে। তিনি নিজেই জানিয়েছেন, “পর্দায় ‘প্রেম’ হওয়া মানে স্বপ্নপূরণ।”
