এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরিম খান এখন থেকেই শো-বিজে নিজের পরিচয় তৈরি করে নিচ্ছেন। যদিও মা–বাবা আজ আলাদা পথে হাঁটেন, তবুও আইরাকে ঘিরে দুজনের বন্ধুত্বপূর্ণ সমর্থন চোখে পড়ার মতো।

 

প্রথমে মায়ের সঙ্গে, এবার বাবার পাশে। মা মিথিলার সঙ্গে ইতিমধ্যেই একটি বিজ্ঞাপনে অভিনয় করে তাক লাগিয়েছিলেন আইরা। তার আত্মবিশ্বাস, এক্সপ্রেশন আর স্বাভাবিক অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এবার বাবার সঙ্গেও হাজির হলেন তিনি— একটি টুথপেস্টের বিজ্ঞাপনে। ক্যামেরার সামনে তাহসানের মতোই সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করেছেন আইরা।

 

বিজ্ঞাপনে আইরার এই উপস্থিতি দেখে নেটিজেনরা লিখেছেন— “এভাবে চালিয়ে গেলে এই ইন্ডাস্ট্রিতে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে এই মেয়ে।” কেউ বা লিখেছেন, ‘নতুন নায়িকা’অন্যদিকে, গান থেকে বাদ্যযন্ত্র বাজানো— ছোটবেলা থেকেই শিল্পীসুলভ প্রতিভায় ভরপুর আইরা। বাবার সঙ্গে গান গাওয়ার মুহূর্ত কিংবা বাদ্যযন্ত্র বাজানোর ক্লিপ তাহসান প্রায়ই শেয়ার করেন সামাজিক মাধ্যমে।

 

সব মিলিয়ে স্পষ্ট, আলো-ঝলমলে শো-বিজে ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে চলেছেন ছোট্ট আইরা। আইরা ছোটবেলা থেকেই বাবা তাহসানের সঙ্গে গান করেন। বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। সেই মুহূর্তগুলো তাহসান দু-একবারসামাজিকমাধ্যমেও শেয়ারও করেছেন।  


চলতি বছরের জানুয়ারি মাসে গোটা বাংলাদেশ জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ। তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ।সকলকে চমকে দিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন মিথিলার প্রাক্তন স্বামী। মেয়ে র বয়স এখন ১১, নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক-অভিনেতা।প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পড়বার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহসানের, ২০০৬ সালের ৭ অগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন গায়ক। কিন্তু ১১ বছর পর ঘর ভাঙে দুজনের। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।