ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের প্রথম সন্তান ৭ নভেম্বর ভূমিষ্ট হয়েছে। এদিন সকাল ৮টা ২৩ মিনিটে জন্ম হয় এই একরত্তির। আর তার জন্মের পরই জন্মছক কষে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী। কী জানালেন তিনি?
জনপ্রিয় এক নিউমারোলজিস্ট, সঞ্জয় বি জুমানি জানিয়েছেন ৭ সংখ্যাটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। ক্যাটরিনার জন্মদিন ১৬ জুলাই, অর্থাৎ ৬+১= ৭ সংখ্যা। ভিকি কৌশলেরও তাই। তাঁর জন্ম ১৬ মে, সেটাও ৭ সংখ্যা। তাঁদের সন্তান জন্মালও সেই ৭ তারিখেই। ফলে ৭ সংখ্যার সঙ্গে এই তারকা জুটির যে এক বিশেষ যোগ আছে সেটা নিঃসন্দেহে বলা যায়। তাঁদের তিনজনের ক্ষেত্রেই শুভ সংখ্যা এটি।
আর জ্যোতিষশাস্ত্র মতে, যেহেতু এই একরত্তি ৭ নভেম্বর সকাল ৮টা ২৩ মিনিটে জন্মেছে তাই সে রোহিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। আর এই নক্ষত্র সমৃদ্ধির প্রতীক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রোহিনী নক্ষত্রের জাতকেরা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়। এঁরা দারুণ সৃজনশীল এবং বুদ্ধিমান হন। স্বাধীনচেতা স্বভাবেরও হন তাঁরা। বাবার বাড়ির দিকের তুলনায় এই জাতকদের মা এবং মামাবাড়ির দিকে টান বেশি থাকে। যেহেতু সৃজনশীলতা এঁদের মধ্যে থাকে তাই লেখালিখি, আঁকা, বা যে কোনও ধরনের সৃজনশীল কাজের সঙ্গে এঁরা যুক্ত থাকেন। আর সেই কাজকে পেশা হিসেবে বেছে নিলে সাফল্য আসবেই। কী ভাবছেন এতটুকুই? জ্যোতিষীদের মতে রোহিনী নক্ষত্রে জন্মগ্রহণকারীরা জনপ্রিয়তা পান সহজেই।
ফলে বলিউডের সেলেব জ্যোতিষীর কথা মানলে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের পুত্র যে আগামীতে তারকা হতেই পারে, সেটার ইঙ্গিত মেলে। মা বাবা দুজনেই তারকা। তাঁদের সন্তানও আগামীতে যদি সিনে জগৎকে বেছে নেয় তাহলে জনপ্রিয়তা লাভ করবে, জন্মছক কষে এমনটাই জানিয়েছেন জ্যোতিষীরা।
প্রসঙ্গত শুক্রবার সকাল ১১টা নাগাদ ভিকি কৌশল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে একটি টেডি বিয়ার দেখা যাচ্ছে বাচ্চাদের স্ট্রলারের মধ্যে। তার নিচে লেখা, 'আমাদের আনন্দ এসে গিয়েছে। আমাদের পুত্র সন্তান হয়েছে।' নিচে আজকের তারিখ এবং ক্যাটরিনা ও ভিকির নাম লেখা। এই পোস্টের ক্যাপশনে লেখা, 'আশীর্বাদধন্য।' নবজাতকের জন্মের খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভাসছেন ভিকি-ক্যাটরিনা। তারকারা তো বটেই, তাঁদের অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন। গত সেপ্টেম্বর মাসেই ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাঁদের সন্তানের আসার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। এই দম্পতি একটি ছবি ভাগ করেছিলেন সমাজমাধ্যমে। সেখানে ভিকিকে ক্যাটরিনার স্ফীতোদর স্পর্শ করতে থাকতে দেখা গিয়েছিল। এই ছবিটির ক্যাপশনে তাঁরা লিখেছিলেন, 'হৃদয়ে অপার আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি।' গত ৬ অক্টোবর, অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজোর দিন অনুষ্ঠিত হয়েছিল ক্যাটরিনার এক ঘরোয়া সাধের বা বেবি শাওয়ারের অনুষ্ঠান।
