প্রেম, বিয়ে নিয়ে জটিলতা? এ আর নতুন কী? একটু চারপাশে তাকালেই বোঝা যাবে এই সমস্যা প্রায় সবারই। ভালবাসার মরশুমে দেদার রোম্যান্স থাকবে আর তাতে সমস্যা থাকবে না, তা কি কখনও হয় নাকি? কিন্তু প্রেমিক মন তো বাধা মানে না। ভালবাসার মানুষের মন জয় করাটাই তার একমাত্র লক্ষ্য। টক-ঝাল-মিষ্টি নানা স্বাদে প্রেমের রেসিপি যেন জমে যায়, সেই চেষ্টায় মন দেয় আজকের দিনের প্রেমিক আরিয়ান ভৌমিক।
হ্যাঁ, অভিনেতা আরিয়ান ভৌমিকের কথাই বলছি। তবে এই ঘটনা সঙ্গে কিন্তু তাঁর বাস্তবের মোটেই মিল নেই। এই ঘটনা ঘটেছে পর্দায়। আসছে ছোট ছবি 'অটোমেটিক প্রেম'। ভাবনা, পরিচালনা, এডিট ও সাউন্ড ডিজাইনের দায়িত্বে আছেন প্রণয় দাশগুপ্ত। মুখ্য চরিত্রে আরিয়ান ভৌমিকের বিপরীতে দেখা যেতে পারে ঈশানী সেনগুপ্ত।
গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শুভ বিশ্বাস, পার্থ সারথি চন্দ্র, দেবস্মিতা বণিক, ঋতুরাজ কুণ্ডু। প্রযোজনায় অনুপ পাল ও স্বরূপ পাল। নিবেদনে 'চিত্রকর'। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে এই ছোট ছবির। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে 'অটোমেটিক প্রেম'।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে মুক্তি পেয়েছে এর প্রথম মোশন পোস্টার। এই ছোট ছবির মাধ্যমে প্রথমবার জুটিতে দেখা যেতে চলেছে আরিয়ান ও ঈশানীকে। ঈশানীকে দর্শক ছোটপর্দায় বিভিন্ন ধারাবাহিকে এবং ওয়েব সিরিজে দেখেছেন দর্শক। এই রোমান্টিক-কমেডি ছবিতে কাজ করার অভিজ্ঞতা আজকাল ডট ইন-এর কাছে ভাগ করে নিয়েছেন আরিয়ান।
অভিনেতার কথায়, "প্রণয়দার সঙ্গে বহু বছর বাদে কাজ। একসঙ্গে এক সময় এডিটের দায়িত্ব সামলেছি। মিশর রহস্য-এর এডিটের কাজের দায়িত্বে ছিলেন প্রণয়দা। সেই সময় থেকেই আমাদের বন্ধুত্ব জমে ওঠে। একসঙ্গে কাজের অভিজ্ঞতা তো দারুণই। সেই সঙ্গে বলব, এই ছবিতে কমিক টাইমিং অসাধারণ। জোর করে মানুষকে হাসানোর চেষ্টা একেবারেই নেই। খুব মিষ্টি গল্প। আশা করি, দর্শকের দারুণ লাগবে।"
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'বিজয়নগরের হীরে'। ছবিতে কাকাবাবু ও সন্তুর নতুন অভিযান ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। বরাবরের মতো 'সন্তু'র চরিত্রে দর্শক দেখছেন আরিয়ান ভৌমিককে।
