আরিয়ান খানের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অফ বলিউড’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। পরিচালক হিসেবে আরিয়ানের এটাই প্রথম কাজ। শো’টির কাস্টিং নিয়েই যতটা উত্তেজনা ছিল, তার থেকেও বেশি আগ্রহ তৈরি হয়েছিল বিশেষ বিশেষ তারকাদের ক্যামিও নিয়ে। আর মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে গেল সেই দৃশ্য, যেখানে রণবীর কাপুরকে জীবনে প্রথমবার কোনও মেয়ে ফিরিয়ে দিলেন।

সিরিজে দৃশ্যটা কীভাবে ঘটল?

ট্রেলারে আগেই দেখা গিয়েছিল, লক্ষ্য অভিনীত চরিত্র আসমান সিং বলিউডে উঠতি নায়ক। তার ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছেন অন্যা সিং, নাম সানিয়া। এক দৃশ্যে করণ জোহর হাজির হন স্বভূমিকায়— তিনি সানিয়াকে অফার করেন রণবীর কাপুরের ম্যানেজার হওয়ার। 
সানিয়া প্রথমে রণবীরের সঙ্গে দেখা করেন। মুহূর্তের মধ্যেই অভিনেতার ব্যক্তিত্বে মুগ্ধ হলেও শেষমেশ অবশ্য তাঁর ম্যানেজার হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। কারণ হিসেবে বলেন, “আমি ভাল ম্যানেজার বটে, কিন্তু তার থেকেও আরও ভাল বন্ধু। আসমানকে ছেড়ে যেতে পারব না।”

সানিয়ার সিদ্ধান্ত শুনে করণ মজা করে প্রশ্ন করেন—“প্রথমবার কি কোনও মেয়ে তোমায় ফিরিয়ে দিল?” প্রশ্ন শুনে রণবীর বুকের কাছে হাত রেখে খানিক নাটকীয় ভঙ্গিতে বলেন— “তাহলে এটাই সেই অনুভূতি?” করণও পাল্টা মন্তব্য করেন, “আমি জানব কী করে!”

বিদায় নেওয়ার আগে সানিয়া রণবীরকে একটি উপহারও দেন। তখন করণ অন্যার এই সিদ্ধান্তটিকে ‘বোকামো’ বলে উড়িয়ে দিলেও রণবীর সংযত ভঙ্গিতে বলেন—“না করণ, এটা বোকামি নয়। এটা আসলে আনুগত্য।”


সিরিজ মুক্তির পরপরই এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নেটিজেনরা লিখছেন—

“রণবীরকে প্রথমবার ‘না’ শুনতে দেখে সত্যিই অবাক হলাম।”

“আরিয়ান খানের প্রথম কাজেই এমন ভাইরাল মুহূর্ত, আগামীর জন্য ভরসা জাগাচ্ছে।”

‘দ্য ব্যা***ডস অফ বলিউড’-এ লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওলের পাশাপাশি এক ঝাঁক তারকাদের ক্যামিও রয়েছে। সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিল কোন কোন সেলেব হাজির থাকবেন। রণবীর কাপুরের দৃশ্য আপাতত শো-এর সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে।