শাহরুখ-পুত্র আরিয়ান খান যখন অধিকাংশ তারকা সন্তানদের মতো অভিনয়ে না গিয়ে পরিচালনার রাস্তায় পা বাড়িয়েছিলেন, তখন থেকেই কৌতূহল বেড়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর এবার তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ ঝড় তুলেছে প্রশংসার। মজা, ব্যঙ্গ আর শাহরুখসুলভ রোম্যান্স—সব মিলিয়ে দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে আরিয়ান পরিচালিত এই সিরিজ।
বলিউডে পা রেখেই আরিয়ানের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শাহরুখ খানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব বাংলার এই জনপ্রিয় অভিনেতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরিয়ানকে নিয়ে মুখ খুললেন তিনি। বললেন,“শাহরুখের ছেলে এত বড় ডেবিউ করল দেখে মনে হচ্ছে আমার পরিবারেরই কেউ সাফল্য পেল। এইমুহূর্তে মনে পড়ছে, যখন সুনীলের ছেলে (আহান শেট্টি) ডেবিউ করেছিল। আসলে আমরা তো সবাই একটাই পরিবার। তাই আমাদের পরের প্রজন্মকে এভাবে সামনে আসতে দেখে খুব ভাল লাগছে।”
আরিয়ানকে নিয়ে স্মৃতিচারণায় প্রসেনজিৎ যোগ করেন— “আজও মনে আছে, আরিয়ান ছোট্টবেলায় শাহরুখের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে আসত। ইডেনে সারা মাঠ জুড়ে ছুটোছুটি করত। দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল ও! ওকে অনেক শুভেচ্ছা, ওর ভবিষ্যৎ যে উজ্জ্বল সে বিষয়ে আমি নিশ্চিত।”
বড়পর্দায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। খবর, প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনির হাত ধরে আসছেন প্রসেনজিৎ-অর্পিতা চট্টোপাধ্যায়ের তবে বাবা হিসেবে ‘ইন্ডাস্ট্রি’ একেবারেই কিছু চাপিয়ে দিচ্ছেন না ‘মিশুক’-এর উপর। শোনা যায়, অভিনেত্রী দামিণী বেণী বসুর কাছে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। প্রসেনজিৎ আরও বললেন,“ ছেলের ডেবিউ হতে সময় লাগবে। ও এখনও প্রস্তুতি নিচ্ছে। আজকের প্রজন্ম খুব ম্যাচিওর। ওরা জানে কী করতে হবে। আমাদের মতো হারিয়ে যায় না, ওদের শুধু একটু পরিচর্যা আর নির্দেশ দেওয়া দরকার।” আরেক ধাপ এগিয়ে প্রসেনজিৎ বলেন, তিনি ছেলেকে কোনওভাবেই এই ইন্ডাস্ট্রিতে লঞ্চ করবেন না -“আমার ছেলেকে নিজের যুদ্ধ নিজেকে লড়তে হবে। তার বাবা অনেকদিন যুদ্ধ করে নিজের জায়গা বানিয়েছে, ওকেও সেই লড়াই করতে হবে।”
প্রসেনজিৎ জানেন, যেমনভাবে তাঁকে তাঁর বাবা—বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা হয়েছিল, তেমনই তৃষাণজিৎকেও তুলনার মুখোমুখি হতে হবে। ইন্ডাস্ট্রি র কথায়,“যদি ও শুধু বাংলা সিনেমাতেই কেরিয়ার গড়তে চায়, আমার সঙ্গে অনেক তুলনা হবে। তবে আমি জানি, দর্শক ওকেও আমার মতোই ভালবাসবে। ভুল করলে ক্ষমা করবে নিজের সন্তান ভেবে। কিন্তু লড়াই তখনই শুরু হবে। কারণ এই জায়গাটা সহজ নয়। ভাল সময় যেমন আছে, খারাপ সময়ও আছে। ছেলেকে আমি সবসময় বলি—খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে।”
একদিকে শাহরুখ-পুত্র আরিয়ানের ঝলমলে ডেবিউ, অন্যদিকে প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিতের প্রস্তুতি—এ যেন ভারতীয় সিনেমার নতুন প্রজন্মের দুই ভিন্ন গল্প, যেখানে সাফল্যের পথ গড়ছে প্রত্যেকের আলাদা লড়াই আর স্বপ্ন।
