শ্রীরাম রাঘবন পরিচালিত ছবি ‘ইক্কিস’-এর মাধ্যমে বড়পর্দায় যাত্রাশুরু করলেন অমিতাভ বচ্চনের নাতি তথা অভিনেতা অগস্ত্য নন্দার। বলিউডের এই তরুণ তারকা বড় পর্দায় তুলে ধরছেন এক বীরের কাহিনি -ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পরমবীর চক্রপ্রাপ্ত সৈনিক সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবন। সম্প্রতি ছবির একটি বিশেষ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা এবং খোদ শহীদের পরিবারও। আর সেই প্রদর্শনী থেকেই উঠে এল আবেগভরা প্রতিক্রিয়া। তৈরি হল আবেগঘন সব মুহূর্ত।
যে প্রেক্ষাগৃহে এই ছবির প্রদর্শনী হয়েছিল, তাদের সংস্থার তরফে সমাজমাধ্যমে পোস্ট করা এক ভিডিওয় দেখা যায়, প্রেক্ষাগৃহে বসে পর্দায় ভাইয়ের জীবন-মৃত্যুর লড়াই দেখছেন মুকেশ ক্ষেত্রপাল। ছবি শেষ হতেই পরিচালক শ্রীরাম রাঘবনের দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে তিনি বললেন, “তোমার প্রতি আমার একটাই অভিযোগ, আমাকে কাঁদালে। এতদিন মনে লুকিয়ে রাখা স্মৃতিগুলো যেন পর্দায় এক এক করে ফিরে এল… কান্না থামতেই পারলাম না। ট্রেলারের থেকে একশো গুণ বেশি শক্তিশালী এই ছবি। অসাধারণ!”
এরপর অগস্ত্যকে উদ্দেশ করে তাঁর আবেগভরা ঘোষণা, “আজ থেকে তুমি যাই হও না কেন, সারা জীবন তুমি অরুণ-ই থাকবে। এই পরিচয় কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। অপূর্ব!”
শুধু পরিবার নয়, ‘ইক্কিস’-এর এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ‘গদর’ পরিচালক অনিল শর্মা, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া, অভিনেত্রী অমিশা প্যাটেল সহ আরও অনেকেই ছবির নির্মাণশৈলী থেকে অভিনয়, সবকিছুর খাঁটি প্রশংসা করেছেন। বিশেষ করে উল্লেখ করেছেন ধর্মেন্দ্র ও অগস্ত্য নন্দার দুর্দান্ত পারফরম্যান্সের কথা। মনে করিয়ে দেওয়া ভাল, জোয়া আখতার পরিচালিত নেটফ্লিক্সের দ্য আর্চিস সিরিজের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অগস্ত্যের; তবে সেবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু ‘ইক্কিস’ যেন সেই সব প্রশ্নের কড়া জবাব হতে চলেছে।
