গত ১৩ ডিসেম্বর এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকে ফুটবলের 'মক্কা'। লিওনেল মেসির তিনদিনের ভারত সফরের প্রথম দিনে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আসার মিনিট ১৫-২০-র মধ্যেই শুরু হয় বিশৃংখলা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ঈশ্বরকে দেখতে না পাওয়ায় ক্ষোভে ভাঙচুর চালায় দর্শক। মেসির ছায়াসঙ্গী হয়ে থাকা, সেলফি তোলার কারণে জনতার রোষের মুখে পড়েন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ওঠে তাঁর পদত্যাগের দাবি। এই ঘটনার তদন্ত শুরু হতেই, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার আবেদন জানান তিনি মুখ্যমন্ত্রীকে। ১৬ ডিসেম্বর তিনি আবেদন করার পর মমতা বন্দ্যোপাধ্যায় তা গ্রহণও করেছেন। গোটা বিষয়ে কী প্রতিক্রিয়া অভিনেত্রী, তথা তৃণমূল সমর্থক রূপাঞ্জনা মিত্রের?
আজকাল ডট ইন-কে এই বিষয়ে এদিন রূপাঞ্জনা বলেন, "এখন তদন্ত শুরু হয়েছে। চলবে। সেটা যাতে ঠিকভাবে চলে, তার জন্য অরূপ বিশ্বাস পদত্যাগের যে ইচ্ছেপ্রকাশ করেছেন, তাতে তাঁর বড় মনের পরিচয় পাওয়া যায়। যে অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে, তার দায় অনেক মানুষেরই থাকতে পারে। সিকিউরিটি ল্যাপস হয়েছে। যেখানে এমন একজন বড় ফুটবল তারকাকে নিয়ে আসা হচ্ছে, বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে যিনি ইতিমধ্যেই ঘোষিত, তাঁকে নিয়ে আসতে হলে কোন প্যারামিটার মেনে চলতে হয়, সে ভিভিআইপি হোক বা অন্য কেউ, যেই হোক সেটা এই ঘটনা থেকে স্পষ্ট। ধাক্কাধাক্কি-সহ যা ঘটেছে, সেটা চোখে পড়ার মতো। চূড়ান্ত বিশৃংখলা। মেসি তো আহত হতে পারতেন। তাঁর গায়ে একটা আঁচড় পড়লে? এটা তো একদমই কাম্য নয়। অরূপ বিশ্বাস যখন নিজে থেকে বলেছেন,যাতে নিরপেক্ষ তদন্ত হয় তার জন্য তিনি সাহায্য করবেন। আমি এটাকে সমর্থন করছি। বুদ্ধিদীপ্ত, এবং সঠিক সিদ্ধান্ত।"
রূপাঞ্জনা এদিন বারংবার সঠিক তদন্তের দাবি জানান। বলেন, যাঁরা প্রকৃত দোষী, তাঁরা যেন প্রকাশ্যে আসেন। অভিনেত্রীর কথায়, "আমরা সবাই জানি, স্টেডিয়ামে জলের পাউচ ছাড়া কিছু অ্যালাও করা হয় না। কিন্তু এখানে থার্ড পার্টি যে ব্যবসা করেছে সেটা বোঝা যাচ্ছে। যে ঘটনাটি ঘটল, তারপর যে ভাঙচুরের কারণে সরকারি সম্পত্তি নষ্ট হল, গোটাটাই তো একে অন্যের সঙ্গে যুক্ত। সেটা যেন তদন্তে বেরোয়, যে কারা কারা মূল অভিযুক্ত। সাসপেনশন তো হতোই। সিকিউরিটি ল্যাপস হওয়ার পর রাজীব কুমার সাসপেন্ড হতেনই। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে কী করে ইভেন্ট ম্যানেজ করতে হয়। নিশ্চয় ইভেন্ট ম্যানেজার ছিল, এত বড় একটা অনুষ্ঠান, তাও ফুটবল, এবং কোথায়, যেটাকে ফুটবলের 'মক্কা' বলা হয়। ফুটবল নিয়ে আমাদের উত্তেজনা সকলেরই জানা। ছবির পর ছবি হয়েছে, 'সব খেলার সেটা তুমি ফুটবল', বলার নেপথ্যে তো একটা বিরাট ইতিহাস আছে। সংগ্রাম রয়েছে। এতগুলো মানুষের এত এত টাকা, তাঁদের সঙ্গে তো প্রতারণা হয়েছেই। সেই দায় তো ম্যানেজমেন্টকে নিতেই হবে। কারা কী করেছে সেটা বেরিয়ে আসুক তদন্তে।"
রূপাঞ্জনা মিত্রের মতে, অরূপ বিশ্বাসের এই সিদ্ধান্ত একদম সঠিক। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী তো তাঁর এই আবেদন গ্রহণ করেছেন। তিনিই এখন এই বিভাগটি দেখবেন।"
