সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

কেন বিয়ে করেননি অর্জুন রামপাল?

বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস তাঁদের দুই সন্তান থাকা সত্ত্বেও কেন এখনও বিয়ে করেননি? এই বিষয়ে সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, বিয়ে মানে আইনত বন্ধন বা সামাজিক স্বীকৃতি তিনি একেবারেই মনে করেন না। তাঁর কাছে বিয়ে মানে দু'জনের মানুষের মনের মিল ও ভালবাসা থাকা জরুরি। তাই বিয়ে না করেও বান্ধবী গ্র্যাবিয়েলার সঙ্গে সুখে সংসার করছেন তিনি।

জন্মদিনে কিয়ারাকে কী বললেন সিদ্ধার্থ?

৩৩ তম জন্মদিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার থেকে মিষ্টি শুভেচ্ছা পেলেন বলি অভিনেত্রী কিয়ারা আদবানি।‌ সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ কিয়ারার ছবি দিয়ে লেখেন, "শুভ জন্মদিন ভালবাসা। এই ছবিটাই সব বলে দিচ্ছে। তুমিই আমার জীবনে সবচেয়ে পছন্দের মানুষ। আমরা একসঙ্গে আরও অনেক স্মৃতি তৈরি করব।"

বনশালির 'দেবদাস' হতে চেয়েছিলেন মনোজ

'ভাইয়াজি'র জন্য দর্শক থেকে সমালোচক মহলে প্রসংশিত হয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তাঁর আক্ষেপ এখনও পর্যন্ত তিনি পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করেননি। তিনি বলেন, "আমার মধ্যে সৌন্দর্য নেই বলে সঞ্জয় হয়তো আমায় ওঁর ছবিতে নেয়নি। আসলে 'দেবদাস'-এ জ্যাকি শ্রফের চরিত্রটি আমায় করতে বলেছিল সঞ্জয়, সেইসময় আমি তাঁকে জানাই আমি 'দেবদাস' -এর চরিত্র করতে চাই। কিন্তু সেটা হয়না। এরপর থেকে আর কাজ করা হয়নি এখনও।"