সংবাদসংস্থা মুম্বই: চলতি বছরেই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। তাঁদের বিচ্ছেদে অবাক হয়েছিল নেটপাড়া। যদিও এখনও পর্যন্ত তাঁদের মাঝে দূরত্ব তৈরি হওয়ার কারণ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি কাউকে।
অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর মাঝে মধ্য়েই সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা যায় মালাইকাকে। এবারও করলেন তাই। সম্প্রতি, ইনস্টা স্টোরিতে মালাইকা লিখলেন, এই মুহূর্তে তিনি সম্পর্কে আছেন কিনা। যেখানে স্পষ্ট মালাইকা বিষয়টাকে হাসির মধ্যে দিয়েই উড়িয়ে দিয়েছেন। তা দেখে নেটিজেনদের মনে কৌতূহল জেগেছে।
এদিকে, বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অর্জুন, একধিক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সে কথা। এর আগে মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা অর্জুন কাপুর। তাঁর কথায়, "গত এক বছর ধরে মানসিক অস্থিরতা ও অবসাদে ভুগছিলাম। রাতে ঘুম আসত না। সারারাত ফোনে রিল দেখে কাটাতাম। সিনেমা দেখতে এত ভালবাসি, তাও সিনেমা দেখার ইচ্ছে পর্যন্ত চলে গিয়েছিল। মনোবিদের পরামর্শ মতো চললেও কোথাও যেন খামতি থেকে যাচ্ছিল। এরপর ফের সহ অভিনেতাদের ছবি দেখতে শুরু করলাম। তখন মনে হল সুস্থভাবে বাঁচার জন্য নিজেকে একটা সুযোগ দিতেই হবে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছি।"
সম্প্রতি, এক সাক্ষাৎকারে অর্জুনের কাছে গভীর রাতে প্রাক্তন প্রেমিকাকে মেসেজ করেছেন কিনা তা জানতে চাওয়া হয়। জবাবে ইতস্তত না করেই অর্জুন 'হ্যাঁ' বলেন।
বিচ্ছেদ হলেও এখনও পর্যন্ত একে অপরের পাশে বন্ধু হয়েই রয়েছেন। কখনও ভিড় থেকে মালাইকাকে আগলে রাখতে, আবার মালাইকার বাবার শেষকৃত্যেও তাঁর পাশে থাকতে দেখা গিয়েছিল অর্জুনকে।
