সংবাদসংস্থা মুম্বই: নতুন বছরে দুই নায়িকাকে নিয়ে রোম্যান্স করবেন বলি অভিনেতা অর্জুন কাপুর। ২০২৩-এর মাঝামাঝি সময়ে এসেছিল এই খবর। ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং-এর সঙ্গে এবার জুটি বাঁধছেন অর্জুন। ছবির নাম 'মেরি হাজব্যান্ড কি বিবি'। পরিচালনায় মুদাসসার আজিজ। 

 

ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই এগোবে ছবি। দমফাটা হাসি আর সম্পর্কের এক মজাদার বন্ধনের গল্প বলবে ছবিটি। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। সেখানে অর্জুন-ভূমি-রাকুলকে দেখা না গেলেও নজরে এল তিনটি জুতো! দুটো মেয়েদের জুতোর মাঝে একটা ছেলেদের বুট। সেই বুটের ফিতেতে বাঁধা মেয়েদের দুটো জুতো। 

 

পোস্টারের ক্যাপশনে লেখা, 'এই গল্প শুধুমাত্র ত্রিকোণ প্রেমের নয়, এই গল্প বলবে সম্পর্কের পুরো বৃত্তের।' কঠিন পরিস্থিতিতে হাসতে প্রায় ভুলে গিয়েছেন মানুষ। সেক্ষেত্রে এই ছবিটি দর্শকের মনোরঞ্জনের জন্য দূর্দান্ত, এমনটাই দাবি নির্মাতাদের। ২০২৫-এর ২১ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। পোস্টার সামনে আসার পর, ছবিতে তিন তারকাকে দেখার জন্য উৎসাহিত দর্শক মহল।