সংবাদসংস্থা মুম্বই: বলিউড তারকাদের মধ্যে বন্ধুত্ব খুব কমই দেখা যায়। কিন্তু কিছু তারকার ব্যতিক্রমী বন্ধুত্ব নজর কাড়ে অনুরাগীদের। এই তালিকায় রয়েছেন রণবীর সিং ও অর্জুন কাপুর। একসঙ্গে 'গুন্ডে' ছবিতে অভিনয়ের পর থেকেই জোরালো হয়েছে দুই অভিনেতার বন্ধুত্ব।
এক সময় বন্ধু রণবীরকে 'যৌনতার শিক্ষাগুরু' বলেছিলেন অর্জুন। তাঁর এই বিস্ফোরক মন্তব্য তোলপাড় করে রণবীরের অনুরাগীদের মনকে। সঙ্গে জাগায় কৌতূহল। আসলে ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে।
অভিনেত্রী সোনম কাপুরের বিয়েতে বহু তারকার সঙ্গে আমন্ত্রিত ছিলেন রণবীর ও অর্জুন। সেখানে মজার ছলে দুই বন্ধুর নানা কথোপকথন চলে। ঠিক তখনই রণবীরকে প্রশংসা করে 'যৌনতার গুরুদেব' বলেন অর্জুন। তাতে আবার সায় দেন রণবীর নিজেই। এই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন অর্জুন। তা কোনওক্রমে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। সেই সময় বেশ কিছু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল রণবীরের। তাই অর্জুনের এই মন্তব্য সাড়া ফেলে দিয়েছিল।
যদিও এখন এসব অতীত। দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিবাহিত জীবনে সুখী রণবীর। তাঁদের কোল জুড়ে এসেছে একরত্তি মেয়ে দুয়া। অন্যদিকে, মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে সামলে নিয়েছেন অর্জুন কাপুর। সম্প্রতি, মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'মেরে হাজব্যান্ড কি বিবি'। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং।
