টলিউডের অতি চেনা মুখ অর্জুন চক্রবর্তী। যদিও মাঝে কিছু বছর তাঁকে সেভাবে বড়পর্দায় দেখা যায়নি। তবে তিনি উইন্ডোজ প্রোডাকশন হাউজের হাত ধরে ২০২৬ সালেই কামব্যাক করতে চলেছেন। সেই খবর আগেই জানা গিয়েছিল। এবার অভিনেতা নিজেই জানালেন তাঁকে আগামীতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি রাতে অর্জুন চক্রবর্তী তাঁর একটি ছবি পোস্ট করে জানান ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর সঙ্গে নিজে যোগাযোগ করেছেন। এবং একটি হিন্দি ছবির অফার করেছেন। ফলে তিনি নিজেই স্বীকার করে নেন, যে চলতি বছরে তিনি দর্শকদের একের পর এক চমক উপহার দিতে চলেছেন। অর্জুন চক্রবর্তী এদিন তাঁর আগামী কাজের ঘোষণা করে লেখেন, "অনেক বছর বাদে আমার কাছে সুখবরের পর সুখবর আসছে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি আমার ভবিষ্যতের দিকে। অসম্ভব কিছু চরিত্র, যা কিন্তু আমার কাছে অভাবনীয়। আমি ঠিকই করেছিলাম যে যদি মনের মতো কাজ না পাই তাহলে করব না। আমার কথা কি ঈশ্বর শুনতে পেলেন? জানি না ৷ তবে ২৬ এর শুরুটা দারুণ।"
এরপর অর্জুন চক্রবর্তী বিস্তারিত জানিয়ে লেখেন, ''যেমন আরম্ভ করলাম নন্দিতা-শিবপ্রসাদের ছবি, 'ফুল পিসি ও এডওয়ার্ড' দিয়ে। আমি হলফ করে বলতে পারি আমার এই রূপ দেখে দর্শকদের গায়ে কাঁটা দেবে। আজ ভোরবেলা ঋতুর(পর্ণা) ফোন পেলাম। শিবুর কাছে ও আমার কাজের সম্পর্কে কিছু শুনে থাকতে পারে। ও আমার ভীষণ প্রিয় সহকর্মী। হয়তো একটা হিন্দি ছবিতে এক সঙ্গে কাজ করব। ওর উচ্ছাস আমায় শক্তি যোগায়, নন্দিতা, শিবুর আদর এবং আমার প্রতি সম্মান মিশ্রিত ভালবাসা আমায় আরও আরও ভাল কাজ করার জন্য ইন্ধন যুগিয়ে চলেছে। মুম্বই থেকে প্রস্তাব পেয়েছি। দু'জনকে হ্যাঁ বলেছি। ২০২৬ তাকিয়ে আমার দিকে। আমার দর্শক, প্রিয়জন অপেক্ষা করে আছে আমার কাছে যা গচ্ছিত আছে তা উজাড় করে দিতে পারলাম কিনা। অপেক্ষা শুধু অপেক্ষা। আমি কথা দিলাম আমি আপনাদের চমকে দেব।"
তবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে হিন্দি প্রজেক্টের ঘোষণা করেই সেটা ডিলিট করে দেন অর্জুন চক্রবর্তী। কিন্তু কেন? ছবির গোপনীয়তার স্বার্থে? নাকি রয়েছে অন্য কোনও কারণ? সেটা এখনও স্পষ্ট নয়। তবে ২০২৬ সালে যে তিনি ভরপুর চমক দিতে প্রস্তুত সেটা নিশ্চিত।
প্রসঙ্গত 'ফুল পিসি ও এডওয়ার্ড' ছবিটির ঘোষণা তাঁদের এই বছরের বাকি ছবিগুলোর সঙ্গে বছরের একদম গোড়াতেই ঘোষণা করে রেখেছিল উইন্ডোজ প্রোডাকশন হাউজ।
