সংবাদসংস্থা মুম্বই: ভারত-পাকিস্তান সীমান্তে এই মুহর্তের যুদ্ধের আবহ। চলছে উত্তাল পরিস্থিতি। এই আবহকে মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং। অরিজিৎ সিংয়ের টিমের পক্ষ থেকে সমাজমাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, ৯ মে অর্থাৎ শুক্রবার আবু ধাবিতে অরিজিতের কনসার্ট আপাতত স্থগিত থাকবে। যুদ্ধের আবহকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিলেন গায়ক। তবে ওই বিবৃতিতে আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই ফের কনসার্টের আয়োজন করা হবে।

 


২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ২৭ এপ্রিল চেন্নাইয়ে শো হওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের। সেই শোও বাতিল করে ছিলেন গায়ক। আর এবার আবু ধাবির শো স্থগিত করলেন অরিজিৎ। সমাজমাধ্যমে গায়কের টিমের পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়েছে।

 


সাম্প্রতিক, পহেলগাঁও জঙ্গি হামলার পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে কড়া নির্দেশ—ভারতের ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং সার্ভিস এবং সব ধরনের ডিজিটাল মিডিয়াকে অবিলম্বে সমস্ত পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলতে হবে।

 

 

তথ্যপ্রযুক্তি আইনের আওতায়, এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে—ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক বা গণশৃঙ্খলার পরিপন্থী কোনও ডিজিটাল কনটেন্ট রাখা চলবে না। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাওয়া পাকিস্তানি সিনেমা, ওয়েবসিরিজ, গান বা পডকাস্ট—যা বিনামূল্যে হোক বা সাবস্ক্রিপশনের আওতায়, তা সবই নিষিদ্ধ।