প্লেব্যাক করবেন না আর, মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে ঘোষণা করে দিলেন অরিজিৎ সিং। তাঁর এই সিদ্ধান্তকে সঙ্গীতমহল যেমন স্বাগত জানিয়েছে, তেমনই হতবাক সকলে। অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করেছেন, কাজ নিয়ে কথা বলেছিলেন পৌষালী বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তাঁর কী প্রতিক্রিয়া? 

আজকাল ডট ইনকে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক সঙ্গীত থেকে সরে দাঁড়ানোর বিষয়ে গায়িকা বলেন, "ওঁর ইচ্ছে হয়েছে এমন সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো উনি অন্য কিছু করছেন। আমার যেটা ধারণা, ওঁর উপর প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছিল। অন্য কোনও কাজে মন দিতেই পারছিলেন না। পরিচালনার কাজ করছেন, একাধিক সিঙ্গল, অ্যালবাম নিয়ে কাজ করছেন। তাই প্লেব্যাক করবেন না। উনি তো ভীষণ অন্যরকম, মাটির মানুষ। হয়তো নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দিলেন।" 

পৌষালীর এদিন আরও সংযোজন, "শিল্পী মানুষ, গুণী মানুষ। হয়তো ওঁর মনে হয়েছে আর পারছি না, পরিবারকে অন্য কাজকে সময় দিতে পারছে না। সবটা মিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। প্লেব্যাক করবেন না খালি, বাকি সব করবেন। লাইভ পারফরমেন্স, সিঙ্গল, কোল্যাব করে গান, সামাজিক কাজ, সব করবেন।" 

অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করেছেন, কাজ নিয়ে কথা বলেছেন। সেই অভিজ্ঞতার কথা মনে করে গায়িকা বলেন, "উনি আদতেই মাটির মানুষ। উনি জানেন আমার পরিবার, আমার গান, বাড়ি ছাড়া আমি অন্ধ। গান ছাড়া উনি কিচ্ছু জানেন না। খালি ভাবেন কী করলে গানকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়া যায়। উনি জিয়াগঞ্জে হাসপাতাল, খেলার মাঠ, প্রতিষ্ঠান বানাবে বলেছে। সেগুলোর জন্য তো সময় দিতে হবে। অনেকগুলো কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছে।" কোন কাজ নিয়ে কথা হয়েছিল, কোল্যাব করবেন কিনা তাঁরা জানতে চাইলে পৌষালী বলেন, "লোকসঙ্গীতের সঙ্গে অন্য গানকে মিশিয়ে আর কিছু করা যায় কিনা সেটা নিয়ে কথা হয়েছে। অসাধারণ ব্যক্তিত্ব। উনি জানেন মাটিতেই শুরু, মাটিতেই শেষ। বুকের পাটা লাগে বলতে আমি আর প্লেব্যাক করব না। একজন সঙ্গীত শিল্পীর প্লেব্যাক করব না বলতে সাহস লাগে। কুর্নিশ জানাই।" 

প্রসঙ্গত, প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে অরিজিৎ সিং এদিন লেখেন, 'হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রোতা হিসেবে এতগুলো বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমি আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না এখন থেকে। আমি এখানেই ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।'