নিজস্ব সংবাদদাতা: 'সারেগামাপা'র মঞ্চে অনন্য কণ্ঠস্বর দিয়ে গোটা বাংলার নজর কেড়েছে বাংলার মেয়ে আরাত্রিকা সিনহা। একটুর জন্য বিজেতার পুরস্কার হাতছাড়া হলেও 'সারেগামাপা'র মঞ্চে তাঁর ঝুলিতে ছিল কালিকাপ্রসাদ সম্মান। পেয়েছেন 'খুদে কমরেড' তকমা। যদিও এতে মোটেই খুশি হননি আরাত্রিকার অনুরাগীরা। প্রথম হয়েছিলেন দেয়াশিনী রায়।
জি বাংলার মঞ্চের এই রিয়েলিটি শোয়ের সুরেলা সফর শেষ হতে না হতেই নতুন কাজের খবর দিলেন আরাত্রিকা। সেই খবর পেয়ে এবার খুশির জোয়ারে ভাসলেন আরাত্রিকার কন্ঠের ভক্তরা। 'সারেগামাপা'র পর এবার সরাসরি প্লেব্যাক গাওয়ার সুযোগ পেল বাঁকুড়ার ভাদুলের মেয়ে আরাত্রিকা।
'সারেগামাপা'-এর গ্র্যান্ড ফিনালে শেষ হতে না হতেই সিনেমায় প্লেব্যাক করার খবর নিজেই সমাজমাধ্যমে জানান আরাত্রিকা। রেকর্ডিং স্টুডিয়ওতে গান গাওয়ার বেশকিছু ছবি ভাগ করে আরাত্রিকা লেখেন, 'জীবনে প্রথম কোনও সিনেমায় গান গাইবার সুযোগ এত তাড়াতড়ি আসবে ভাবিনি। ধন্যবাদ শ্যামল জেঠু।'
যদিও কোন ছবিতে শোনা যাবে আরাত্রিকার গান, তা এখনও জানা যায়নি। তাঁর নতুন কাজের খবরে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
