বলিউডের 'বাদশা' শাহরুখ খানের ছেলে হয়েও অভিনয়ের জগতে পা রাখলেন না আরিয়ান খান। বরং বেছে নিলেন ক্যামেরার পেছনের আসন—একজন পরিচালক হিসেবে। তাঁর প্রথম প্রজেক্ট ‘দ্য ব্যাডস অফ বলিউড’ মুক্তি পেয়েই ঝড় তুলেছে সমালোচক এবং দর্শক মহলে। ২৮ বছরের তরুণ এই নির্মাতার ঝলক দেখে অনেকেই প্রশংসায় ভরালেও, নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন— “আদৌ কি আরিয়ান খান নিজে এই এতবড় প্রজেক্ট পরিচালনা করেছেন?” আবার কারও কারও এও প্রশ্ন, “আরিয়ানের পক্ষে কি একাই এত বড় প্রজেক্ট সামলানো সম্ভব?”
শোনামাত্রই ‘ঘোস্ট ডিরেক্টর’ তত্ত্ব উড়িয়ে দিলেন সিরিজের অন্যতম প্রধান অভিনেত্রী অন্যা সিং। শো–এর অন্যতম অভিনেত্রী অন্যা সিং কিন্তু একেবারেই পাত্তা দিচ্ছেন না এসব সন্দেহকে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন— “মানুষ সবসময় অন্যকে নিচে নামানোর সুযোগ খোঁজে। আসলে, মানুষ সবসময় কাউকে টেনে নামানোর সুযোগ খোঁজে। আরিয়ানকে নিয়ে যে সব কথা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। এই প্রজেক্টে ও যতখানি মন দিয়েছে, ততটাই কৃতিত্ব ওর প্রাপ্য। কিন্তু আরিয়ানকে নিয়ে যা বলা হচ্ছে, তা সত্যি নয়। সকাল ৭টা থেকে রাত ১১টা—একটানা অক্লান্ত পরিশ্রম করেছে সে। হাসিখুশি, ঠান্ডা মাথা আর অবিশ্বাস্য এনার্জি নিয়ে কাজ করেছে।”
অন্যার কথায়, আরিয়ান চাইলে অভিজ্ঞ টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছে করে তরুণ লেখক ও সিনেমাটোগ্রাফারদের নিয়ে নিজের ভিশনকেই সামনে রেখেছেন। “এত সাহসী পদক্ষেপ খুব কমই নেয়। সমালোচনার ঝড় আসবে জেনেও নিজের লক্ষ্য থেকে এক ইঞ্চি নড়েনি আরিয়ান। এজন্যই আমি ওকে ভীষণ শ্রদ্ধা করি,” বলেন অন্যা।
তবে সিরিজের চমকপ্রদ ক্লাইম্যাক্স গোপন রেখেছিলেন আরিয়ান। কারণ সবচেয়ে আলোড়ন ফেলেছে সিরিজের ক্লাইম্যাক্স। চমকে দেওয়া টুইস্ট নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তুমুল আলোচনা চলছে। কিন্তু জানেন কি, এমনকী কাস্টের বেশিরভাগ সদস্যও শুটিংয়ের দিন পর্যন্ত জানতেন না ফাইনাল টুইস্ট কী!
অন্যা জানান—“আমরা কখনও চিত্রনাট্যে ক্লাইম্যাক্স পড়িনি। শুটিংয়ের দিন সকালে আমাদের শুধু শোনানো হয়েছিল। মাসের পর মাস আমরা কিছুই জানতাম না। হয়তো ববি স্যার, মোনা ম্যাম আর মনোজ স্যার ছাড়া আর কেউ পুরো গল্প জানতেন না। আমাদের শাহরুখ স্যারের ভ্যানে নিয়ে যাওয়া হয়েছিল। সবাই আন্দাজ করছিলাম, কিন্তু কিছুই ধরতে পারিনি। আরিয়ানের ক্ষেত্রে আপনি কখনোই আগেভাগে বুঝতে পারবেন না কী আসছে!”
ওয়েব সিরিজটিতে অন্যান্যের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, রাজত বেদি, গৌতমী কাপুর, মনীশ চৌধুরী। শুধু তাই নয়, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বলিউডের মহাতারকারা—শাহরুখ খান, সলমন খান, আমির খান, করণ জোহর, রণবীর কাপুর, রণবীর সিং প্রমুখ।
নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া এই শো এখন বলিউড মহলে সবচেয়ে আলোচিত কনটেন্ট, আরিয়ান খানের প্রথম ডিরেক্টোরিয়াল ভেঞ্চারকেই করে তুলেছে একটি দুর্দান্ত শুরু।
