কথা রাখলেন জাতীয় পুরস্কারজয়ী গীতিকার-সুরকার-গায়ক। খুব অনাড়ম্বর ভাবে আরও একবার নতুন জীবন শুরু করলেন অনুপম রায়-প্রস্মিতা পাল। ২ মার্চ ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করলেন দু’জনে। ঘিয়ে সাদা পাঞ্জাবিতে রানি সুতোর জমাট কাজ। বেনিয়ান স্টাইলের এই পাঞ্জাবিই অনুপম বিশেষ দিনের জন্য পছন্দ। প্রস্মিতা রংমিলন্তি রানিরঙা বেনারসিতে। ঘরোয়া ভঙ্গিতে পরা সেই শাড়ি। সঙ্গে ভারী, হাল্কা সোনার গয়না। ঘাড়ের কাছে খোঁপায় ফুলের সাজ। বিয়ের জায়গা আলো আর ফুলের মালায় ঝলমলে।
এই বিয়েও তারকাখচিত হওয়ারই কথা। কিন্তু অনুপম সেটা হতে দেননি। এবং হতে যে দেবেন না সে কথা আজকাল ডট ইনকে বলেছিলেন। তাই তৃতীয় বিয়েকে উপস্থিত শুধুই দুই পরিবার, হাতেগোনা কয়েকজন বন্ধু। বিয়ের পর সেই ছবি দু’জনেই একসঙ্গে সামাজিক পাতায় ভাগ করে নেন। সঙ্গে অনুপমীয় বার্তা, ‘নতুন করে’। দেখতে দেখতে সেই পোস্টের দর্শকসংখ্যা ১ লক্ষেরও বেশি। অভিনন্দন জানিয়েছেন ইমন চক্রবর্তী, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, মহেন্দ্র সোনি, নীলা সোনি, নীলাঞ্জনা সেনগুপ্ত প্রমুখ।
টলিউডজুড়ে যেন বিয়ের মরশুম...! মধুমাস বিয়ের সানাইয়ে মধুময় হয়ে উঠছে। এক বছর আগে ঘরোয়াভাবে আইনি বিয়ে হয়েছিল সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায়ের। ১ মার্চ টলিক্লাবে রিসেপশন। ৬ মার্চ প্রথম সারির ব্যাঙ্কোয়েট হোটেলে আনুষ্ঠানিক বিয়ে সারবেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। তাঁদের আইনি বিয়ে হয়েছে প্রেমদিবসে, ১৪ ফেব্রুয়ারি। এই দুই বিয়ের মাঝেই অনুপম-প্রস্মিতা। গায়ক এও জানিয়েছেন, নিজেদের বাড়িতে বিয়ে হবে না। বিয়ের আসর কোথায় বসবে সেই খবর জানাতে নারাজ তিনি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
এই বিয়েও তারকাখচিত হওয়ারই কথা। কিন্তু অনুপম সেটা হতে দেননি। এবং হতে যে দেবেন না সে কথা আজকাল ডট ইনকে বলেছিলেন। তাই তৃতীয় বিয়েকে উপস্থিত শুধুই দুই পরিবার, হাতেগোনা কয়েকজন বন্ধু। বিয়ের পর সেই ছবি দু’জনেই একসঙ্গে সামাজিক পাতায় ভাগ করে নেন। সঙ্গে অনুপমীয় বার্তা, ‘নতুন করে’। দেখতে দেখতে সেই পোস্টের দর্শকসংখ্যা ১ লক্ষেরও বেশি। অভিনন্দন জানিয়েছেন ইমন চক্রবর্তী, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, মহেন্দ্র সোনি, নীলা সোনি, নীলাঞ্জনা সেনগুপ্ত প্রমুখ।
টলিউডজুড়ে যেন বিয়ের মরশুম...! মধুমাস বিয়ের সানাইয়ে মধুময় হয়ে উঠছে। এক বছর আগে ঘরোয়াভাবে আইনি বিয়ে হয়েছিল সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায়ের। ১ মার্চ টলিক্লাবে রিসেপশন। ৬ মার্চ প্রথম সারির ব্যাঙ্কোয়েট হোটেলে আনুষ্ঠানিক বিয়ে সারবেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। তাঁদের আইনি বিয়ে হয়েছে প্রেমদিবসে, ১৪ ফেব্রুয়ারি। এই দুই বিয়ের মাঝেই অনুপম-প্রস্মিতা। গায়ক এও জানিয়েছেন, নিজেদের বাড়িতে বিয়ে হবে না। বিয়ের আসর কোথায় বসবে সেই খবর জানাতে নারাজ তিনি।
View this post on Instagram
