টানা তিনদিন। ঘন কুয়াশার চাদর সরল না দিল্লিতে। যদিও সপ্তাহের শুরুতেই দূষণের মাত্রা খানিকটা কম। আজ কমল বাতাসের গুণগত মান বা একিউআই।
2
6
সোমবার ভোর পাঁচটা নাগাদ দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই ছিল ৩৬৫। যা 'অত্যন্ত খারাপ' পর্যায়ে রয়েছে। গত কয়েকদিনের তুলনায় খানিকটা উন্নতি হয়েছে এক্ষেত্রে।
3
6
সপ্তাহের শুরুতেই ঘন কুয়াশা ও দূষণের জেরে জেরবার দিল্লি। এদিন সকালেও ট্রেন ও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। পাশাপাশি রাস্তাঘাটেও যান চলাচল ধীর গতিতে হওয়ার কারণে, যানজটের সমস্যা তৈরি হয়েছে।
4
6
সোমবার সকালে দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গেছে, এদিন এখনও পর্যন্ত ১৫০টি বিমান ওঠানামায় দেরি হয়েছে। যাত্রীদের আগেভাগেই সতর্ক করা হয়েছে। বিমান পরিষেবা দিনভর ব্যাহত হতে পারে।
5
6
পাশাপাশি ২৯টি ট্রেন আজ কয়েক ঘণ্টা দেরিতে চলছে। রবিবার দিল্লিতে ১০৫টি বিমান বাতিল ছিল। ৪৫০-র বেশি বিমান দেরিতে ওঠানামা করেছে।