ছবিতে আর গান গাইবেন না অরিজিৎ সিং। ২৭ জানুয়ারি, মঙ্গলবার রাতে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করেছেন জনপ্রিয় এই গায়ক। খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। অনেকের কাছেই যেন অসময়ে থেমে গেল এক অনবদ্য সুরের সফর। এই বিষয়ে মুম্বই থেকে শ্যামশ্রী সাহাকে প্রতিক্রিয়া জানালেন জনপ্রিয় সুরকার অনু মালিক।

অরিজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তাঁর সঙ্গীতের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা সম্পর্কে অনু বরাবরই অবহিত। শিল্পীর দায়বদ্ধতা, সাধনা আর সংবেদনশীলতা তিনি কাছ থেকে দেখেছেন। তবু সতীর্থ গায়ক যে একেবারে এভাবে প্লেব্যাক জগত থেকে নিজেকে গুটিয়ে নেবেন, সে কথা তাঁর কল্পনারও বাইরে ছিল। আজকাল ডট ইন-কে তিনি বলেন, “আমার সত্যিই ধারণা নেই যে, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে ওর মনে কী চলছিল। তাই এই বিষয়ে কিছু বলার জন্য আমি হয়তো উপযুক্তও নই। ও যদি সত্যিই এই সিদ্ধান্ত নিয়ে থাকে, সেটাকে আমাদের সম্মান করা উচিত। ওই এই দেশের এক বিস্ময়কর শিল্পী। অসাধারণ এক গায়ক। আমার আশীর্বাদ ওর সঙ্গে আছে।”

সুরকার অনুর জন্য গোটা কেরিয়ারে একটি গানই গেয়েছেন অরিজিৎ। ‘মুর্শিদা মুর্শিদা’। সুরকারের কথায়, “ওই গানের মাধ্যমেই আমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধন গড়ে উঠেছিল। ওর কণ্ঠ, ওর ব্যক্তিত্ব সকলের থেকে খুবই আলাদা। এরকম শিল্পী সচরাচর দেখা যায় না। ওকে যতটা সম্মান করি, ততটাই ভালবাসি। ও যে গানই গায়, সেটা নিয়ে গর্ব হয়। যে আমার জন্য গান করুক বা অন্য কারও জন্য।”

অরিজিতের প্রসঙ্গ উঠতেই কিছুটা নস্টালজিক হয়ে পড়েন অনু। সম্প্রতি ‘বর্ডার ২’-এ গান গেয়েছেন তাঁর অনুজ। আর এখনও শ্রোতারা মগ্ন ‘ঘর কব আওগে’র আবেশে। আজ থেকে প্রায় ৩০ বছর আগে সেই সুরেই প্রাণসঞ্চার করেছিলেন অনু। ‘বর্ডার’-এর জন্য তাঁর তৈরি গান যে আজও সময়ের সীমানা পেরিয়ে অমর হয়ে আছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই কথা বলতে বলতেই অনু গুনগুনিয়ে উঠলেন পরিচিত, হৃদয় ছুঁয়ে যাওয়া সেই সুরগুলো।

প্লেব্যাক থেকে অরিজিতের অবসরে সঙ্গীতজগতের কী প্রভাব পড়বে, সে বিষয়ে এখনই কোনও চূড়ান্ত মত দিতে রাজি নন অনু। আপাতত তিনি অপেক্ষায় রয়েছেন প্রিয় গায়কের সঙ্গে দেখা করার।