পর্দার বাইরে দু'জনের দারুণ সম্পর্ক। একসঙ্গে বহু ছবিতে কাজও করেছেন। বহু রোমান্টিক ছবিতে জুটি বেঁধেছিলেন অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। তবে বেশ কিছু বছর ধরে এখন আর এই জুটিকে দেখতে পারছেন না দর্শক। অনুরাগী মহলেও কৌতূহল ছড়ায় তাঁদের নিয়ে। কেন জুটিতে কাজ করেন না তাঁরা? এবার এই জবাব নিজেই দিলেন অঙ্কুশ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করেছিলেন অভিনেতা। নেটিজেনদের নানা প্রশ্নের উত্তর সেখানে দিয়েছেন তিনি। ওই খেলায়, এক অনুরাগী অঙ্কুশকে প্রশ্ন করেন, 'কবে মিমির সঙ্গে তাঁকে একসঙ্গে ছবি করতে দেখা যাবে?' জবাবে অঙ্কুশ বলেন, 'মিমির কাছে একটা ছবির অফার এসেছিল জানি, তবে ও নাকি রিজেক্ট করে দিয়েছে!'
অঙ্কুশের এই জবাব কি মজার ছলে? নাকি মজার ছলেই সত্যিটা জানিয়ে দিলেন অভিনেতা? সেই বিষয়টা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। তবে দু'জনের নানা খুনসুটির সাক্ষী থাকেন দর্শক। তাই মিমি-অঙ্কুশের দ্বন্দ্বের গুঞ্জন তেমন রটে না বললেই চলে।
প্রসঙ্গত, চলতি বছর পুজোয় মুক্তি পেয়েছিল 'রক্তবীজ ২'। ওই ছবিতে অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে পর্দার বাইরে দু'জনের দারুণ সম্পর্ক। একসঙ্গে থাকলেই দুই বন্ধুর খুনসুটি ধরা পড়ে। ছবির প্রিমিয়ারেও তার ব্যতিক্রম হয়নি।
'রক্তবীজ ২'এর প্রিমিয়ারে অঙ্কুশ-মিমির দেখা হতেই খুনসুটি শুরু হয়েছিল। এই জুটিকে এর আগে বহু ছবিতে রোম্যান্স করতে দেখেছেন দর্শক। তাই অনুরাগীদের আবেদন ছিল, এরপর আবারও একসঙ্গে অঙ্কুশ-মিমির জুটিকে পর্দায় দেখতে চান তাঁরা। কবে আবার একসঙ্গে রোমান্টিক ছবির নায়ক-নায়িকা হবেন তাঁরা? সেখানে এর জবাব দিয়েছিলেন মিমি চক্রবর্তী নিজেই।
মিমির কথায়, "আমি কি জানি! অঙ্কুশ তো প্রযোজক, ওকে বলুন ওর ছবিতে আমায় নিতে।" মিমির কথা শুনে চুপ থাকলেন না অঙ্কুশ। অভিনেতার কথায়, "ঠিকাছে, আগে বল তুই ফ্রী-তে অভিনয় করবি।" মিমিও বলেন, "এ কী! ফ্রী-তে কেন করতে যাব?" দুই তারকার মধ্যে এ নিয়ে খুনসুটি চললেও দু'জনের কেউই খোলসা করেননি যে, কবে আবারও জুটিতে দর্শক দেখবেন তাঁদের।
