অঙ্কুশ হাজরা স্মাগলিং করছেন! তা-ও আবার মানকচু। সম্প্রতি এমন সত্যই সামনে এল। ব্যাপারটা কী? তা হলে কি অভিনয় ছেড়ে এবার বেআইনি কাজকর্ম শুরু করলেন নায়ক?

ভ্যাবাচাকা খেতে হবে না! এসবই আসলে নিছক মজা। জি বাংলার এক অনুষ্ঠানের মঞ্চে সকলকে চমকে দিলেন অঙ্কুশ। প্রেমিকা ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে খুনসুটিতে মজেছিলেন নায়ক। তারপরেই অঙ্কুশের চোখ বেঁধে দেন ঐন্দ্রিলা। রসিকতা করে অঙ্কুশ বলেন, “আমার বেশি মাথা ঘুরলে কিন্তু সব মেয়েকেই ঐন্দ্রিলা দেখি। তখন বলবে না আমার দোষ।”

এরপরেই মঞ্চ থেকে প্রস্থান করেন বিক্রম-ঐন্দ্রিলা। প্রবেশ করেন পুলিশরূপী ইনস্পেক্টর রতন থুড়ি সায়ন ঘোষ। অভিযোগ তোলেন, অঙ্কুশ নাকি মানকচু পাচারের চোরাকারবার করছেন। তারপরই নায়ককে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় ‘পুলিশ’ সায়নের বাউন্সার সঙ্গীসাথীরা।

এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। মজার ছলে বেশ চলছিল চোর-পুলিশ খেলা। এরপরেই আচমকা মেজাজ হারান অঙ্কুশ। অভিনয় হলেও এভাবে চ্যাংদোলা করে তাঁকে নিয়ে যাওয়াটা নায়কের মনে ধরেনি মোটেই। নিজেকে সামলাতে না পেরে সেখানেই ক্ষোভ উগরে দেন তিনি। মঞ্চ এবং দর্শকাসনে থাকা সকলেই খানিক অবাক হয়ে যান। কিছুক্ষণ পরই বোঝা গেল আসল বিষয়। অঙ্কুশ এমন রসিকতায় একচুলও চটেননি। বরং রেগে যাওয়ার অভিনয় করে সকলকে ঘাবড়ে দিয়ে ‘প্র্যাঙ্ক’ করছিলেন শুধু! তাঁর এই কাণ্ড দেখে হাসির রোল ওঠে চারদিকে।

 শুধু ছবি নয়, টেলিভিশনেও তিনি সমান জনপ্রিয়। একটি নাচের রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করছেন। মঞ্চে তাঁর প্রাণোচ্ছ্বল উপস্থিতি, মজার সংলাপ আগাগোড়াই দর্শকের মন জয় করেছে। এবারও অন্যথা হল না।

ছোটপর্দায় ইতিমধ্যেই নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন অঙ্কুশ। আরও একবার মুগ্ধতা ছড়িয়ে দিলেন নায়ক। আপাতত তাঁর হাতে একগুচ্ছ কাজ। পুজোয় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’। আগামী বছরের সরস্বতী পুজোয় বড় পর্দায় আসবে ‘নারী চরিত্র বেজায় জটিল’।

সাল ২০১০। ‘কেল্লাফতে’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি অঙ্কুশের। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দিয়ে টলিউডে প্রথম সারির নায়কদের মধ্যে নিজের জায়গা পাকা করেন তিনি। তবে অ্যাকশন এবং কমেডির চেনা ছকের বাইরে করতে চান নতুনত্ব চরিত্র। তবে অঙ্কুশের সাফল্যের খতিয়ান বলছে, কমেডি চরিত্র করেই দর্শকের ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন নায়ক। আজকাল ডট ইন-কে তিনি বলেন, “ভাল চরিত্র পেলে অবশ্যই কমেডি ছাড়ব না। সেই কথা ভেবেই নারী চরিত্র বেজায় জটিল’ করেছি। আশা করি সবার ভাল লাগবে।”

‘রক্তবীজ ২’-এ চিরাচরিত ছক ভেঙে অন্য রূপে অঙ্কুশ। আদ্যপান্ত বাণিজ্যিক ছবির হিট নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের অ্যাকশন থ্রিলারে খলনায়ক। চরিত্রের নাম মুনির আলম। শান্ত চাউনি, পরিমিত অভিব্যক্তি। জীবনের মন্ত্র, ‘মাইনষের থেইক্যা মকসদ বড়।’ ছবির প্রথম ঝলক দর্শকের মনে ধরেছে।  প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন নায়ক।