অঙ্কুশ হাজরা। একাধারে তিনি নায়ক, প্রযোজক। দর্শককে বিনোদন দিতে ছুটে চলেছে সব সময়। ব্যস্ত রুটিনে দম ফেলারও সময় নেই! তবে উৎসবের দিনগুলিতে তিনি এক্কেবারে ‘ফ্যামিলি ম্যান’। শুটিং ফ্লোরের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাক ভুলে সময় কাটান পরিবারের সঙ্গে। তখন তাঁকে ঘিরে থাকে একরাশ আলো, হাসি আর ভালবাসা। ভাইফোঁটাও সেভাবেই কাটালেন ‘রক্তবীজ’-এর মুনির আলম। তবে তালিকায় যোগ হল নতুন দায়িত্ব। সে কথা জানিয়েছেন অঙ্কুশ নিজেই।
অঙ্কুশ এখন আর শুধু দাদা বা ভাই নন, মামাও বটে। ফুটফুটে এক ভাগ্নি এসেছে নায়কের কোলে। ভাইফোঁটার দিনে তার মুখে ভাত তুলে দিলেন নায়ক। লেন্সবন্দি করলেন মিষ্টি মুহূর্তদের। দেখা গেল নায়ক মামার কোলে সেজেগুজে চুপটি করে বসে আছে একরত্তি। পরম যত্নে তার মুখে খাবার দিচ্ছেন অঙ্কুশ। সেই ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘মামা থেকে দাদা। বোনঝির মুখে ভাত থেকে বোনদের আশীর্বাদ । সব দায়িত্ব পালন করা আমি । গতকাল এইভাবেই কাটলো । কিন্তু আমার দিদি রা যাদের ফোঁটা দেওয়ার পর আমি প্রণাম করতাম তারা সবাই বিদেশে তাই তাদের খুব খুব মিস করলাম।’ (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
দাদার কর্তব্য পালন করতেও ভোলেননি অঙ্কুশ। বোনদের কাছ থেকে ফোঁটা নিলেন নিষ্ঠা করে। দাদার পায়ে হাত দিয়ে বোনরা যখন প্রণাম করছেন, তিনিও মাথায় হাত রেখে উপুড় করে দিচ্ছেন আশীর্বাদ আর ভালবাসার ঝাঁপি। এভাবেই কাছের মানুষ আর নতুন অতিথিকে নিয়ে হইহই করে ভাইফোঁটা কাটালেন নায়ক।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ankush (@ankush.official)
উদযাপনের পাশাপাশি কাজ নিয়েও সমানভাবে ব্যস্ত অঙ্কুশ। কালীপুজোর দিন প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর আরও একটি পোস্টার। সুমিত-সাহিল পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে জানুয়ারিতে। ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে (অঙ্কুশের চরিত্র) ঘিরে। এমনিতে সে চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি।
অঙ্কুশের কথায়, “অভিনেতা হিসাবে আমার যাত্রা যে ছবিগুলো দিয়ে শুরু করেছিলাম, সেগুলির বেশিরভাগই ছিল অ্যাকশনে ভরপুর বা পরিবাকেন্দ্রিক কমেডি। আমাদের শেষ ছবি মির্জাও ছিল অ্যাকশনে ঠাসা। এবার আমরা আবার পারিবারিক রমকম নিয়ে আসছি। আমার পরের ছবি নারী চরিত্র বেজায় জটিল-এর ঘোষণা করতে পেরে খুবই খুশি।”
পুজোয় মুক্তি পেয়েছে অঙ্কুশ অভিনীত ‘রক্তবীজ ২’। ছবিটি নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পর্দার মুনির আলমকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। ধূসর চরিত্রে প্রশংসিত অঙ্কুশের অভিনয়। নিরীক্ষামূলক কাজের পর ফের কমেডি নিয়ে ফিরছেন তিনি। আপাতত সেই প্রস্তুতিতেই ডুবে নায়ক।