ছবি এবং ওয়েব সিরিজে সমান তালে অভিনয় করছেন অভিনেতা লোকনাথ দে। এবং তাঁর বেশিরভাগ কাজ দেখে খুশি দর্শক-সমালোচক। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত নাটক ‘সিজার’-এ অভিনয় করার পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন দেবালয় ভট্টাচার্য পরিচালিত আগামী ছবির জন্য। যে ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ‘পাতাললোক’, 'স্ত্রী' ছবিখ্যাত অভিনেতা অভিষেক ব্যানার্জি-কে। সে ছবির শুভ মহরৎ-ও সারা হল। সম্প্রতি, আজকাল ডট ইন-এর সঙ্গে নিজের জীবনে একটি ঘটনা ভাগ করে নিলেন তিনি। যা একইসঙ্গে মজার এবং খানিক চিন্তার। এবং সেই বিষয়টির সঙ্গে জড়িয়ে রয়েছেন অঞ্জন দত্ত!

ইদানিং, ধূমপান অভ্যাস খানিক বেড়েছে অভিনেতার। এবং তা নিয়ে খানিক চিন্তিত-ও তিনি। সেকথা জানাতে জানাতেই কিং সাইজ সিগারেটের প্যাকেট থেকে ঠোঁটে সিগারেট ঝুলিয়ে, ফস করে তা জ্বালিয়ে ফেললেন তিনি! এই নেশার কারণে চিন্তায় ঈষৎ মাথা নাড়ছেন অথচ ঠোঁটের কোণায় বেরিয়ে এল মুচকি হাসি। এক গাল ধোঁয়া ছেড়ে লোকনাথ দে বলে উঠলেন, “ধুর! এত ছাড়ার চেষ্টা করছি, পারছি না। আগে ধূমপান করতাম না, কিন্তু অঞ্জন দা, মানে অঞ্জন দত্তের জন্য এই নেশাটা ধরে ফেললাম! মানে উনি-ই আমাকে এই নেশা ধরাতে সাহায্য করেছেন!”
আরও দু’টো টান সিগারেটে। ছাই জমছে তার ডগায়। অভিনেতা বলে চললেন, “বছর চারেক আগের ব্যাপার, বুঝলেন। অঞ্জনদা পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’-এ অভিনয়ের ডাক পেলাম। আনন্দ, ভয় মিলেমিশে একাকার। যায় হোক, গেলাম। দার্জিলিংয়ে শুট চলছে। একটা দৃশ্যে আমাকে সিগারেট খেতে হবে। অঞ্জনদাকে জানালাম, আমি ধূমপান করি না...” বলতে বলতে অঞ্জন দত্তের অঙ্গিভঙ্গি করে হাসতে হাসতে লোকনাথ দে বলে উঠলেন, “শোনামাত্রই অঞ্জনদা ওঁর নিজস্ব ছন্দে বলে উঠলেন, ‘নো, নো, ওটা আমার চাই। ওই দৃশ্যে আমার চাই ওটা। কিচ্ছু হবে না। দু’টান দাও। আরে জাস্ট দুটো টান তারপরেই হয়ে যাবে! চল, চল হয়ে যাবে।’ এইসব বলে নিজে অদ্ভুত সুন্দর কায়দায় ফস করে সিগারেট জ্বালিয়ে, ধরিয়ে দেখিয়ে দিলেন কীভাবে কী করতে হবে। কয়েকবারের চেষ্টায় হল, শট উৎরে গেল। কিন্তু মজা তারপর। দার্জিলিংয়ে তখন বিরাট ঠান্ডা, সামনে অঞ্জন দত্ত...এদিকে সিগারেটের সুখটানের স্বাদ মুখ লেগেছে, দোনোমোনো করে ধরিয়ে ফেললাম। কেস খেয়ে গেলাম। এখনও ছাড়তে পারিনি!”

অঞ্জন দত্তের উপর কি রাগ হয় সে কারণে? শোনামাত্রই, মাথা নাড়িয়ে হাসতে হাসতে স্পষ্টভাবে বলে উঠলেন লোকনাথ, “একেবারেই না। শিল্পী হিসেবে কত বড় অঞ্জনদা। মঞ্চাভিনেতা হিসেবে আরও বড়। ওঁর সঙ্গে কাজ করতে পারছি, এটা কম পাওনা! আর ওঁর স্টাইলটাই মানে একটা আলাদা ব্যাপার...একটা সাহেবি ব্যাপারও আছে। আর খুব পজিটিভ মানুষ, খুব। কথা শুনেই মনে হয় সব পারব! অঞ্জন দত্তের উপর কখনও রাগ করা যায় না।”
প্রসঙ্গত, অঞ্জন দত্তের প্রথম ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’। ২০২১ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজ। সেই রহস্য-রোমাঞ্চ সিরিজের শুটিংয়েই এই কাণ্ড ঘটেছিল লোকনাথ দে-র সঙ্গে। সে ছবিতে লোকনাথ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অঞ্জন দত্ত, অনিন্দিতা বসু, সৌরভ চক্রবর্তী, সন্দীপ্তা সেন, সুপ্রভাত দাস, রাজদীপ গুপ্ত এবং অর্জুন চক্রবর্তী-কে।
