সংবাদ সংস্থা মুম্বই: ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি মুক্তি পাওয়া মাত্রই তুমুল শোরগোল ফেলেছিল নয়া প্রজন্মের দর্শকের মনে। মুক্তির ১২ বছর পরেও বানি, নয়না, অদিতি এবং অভি— চার চরিত্রের বন্ধুত্ব থেকে প্রেমে উত্তরণ এখনও মনে রেখেছেন দর্শকের একটা বড় অংশ। ছবির মূল চার চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর এবং কল্কি কোয়েচলিন-কে। ছোট্ট অথচ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল কুণাল রায় কাপুরকেও। রণবীর এবং দীপিকার রসায়ন দেখে মুগ্ধ হয়েছিল আসমুদ্রহিমাচল ভারত। বক্স অফিসে যে ব্লকবাস্টার হয় এই ছবি, সেকথা বলাই বাহুল্য। তবে অনেকেই জানেন না, এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন ববি দেওল! আজ্ঞে হ্যাঁ। ঠিকই শুনছেন। তবে রণবীরের ‘বানি’র জন্য নয় কিন্তু। কুণাল অভিনীত ‘তরণ’ চরিত্রটির জন্য। শোনা যায়, রণবীরের-ও আগে নাকি এই চরিত্রের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল ববিকে। 

 

 

কিন্তু এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন ববি! কেন? কারণ সেই একই, তাঁর ডেট ‘জাঠ ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ এর শুটিংয়ের জন্য দিয়ে রেখেছিলেন 'অ্যানিম্যাল' অভিনেতা। আর সেই ছবিতে ববির সঙ্গে অভিনয় করছিলেন তাঁরা বাবা ধর্মেন্দ্র এবং দাদা সানি দেওল। ফলে দেওল পরিবারের জন্য এই ছবির যে বিশেষ গুরুত্ব ছিল, তা বলাই বাহুল্য। ফলে, করণ জোহর, রণবীর কাপুরের মতো নামের তারকাদের সঙ্গে ছবি ভাগ না করে নিজের বাবা-দাদার সঙ্গে ছবি করাতেই আগ্রহ দেখিয়েছিলেন ববি। উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে পরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল এই দুই ছবি।  

 

প্রসঙ্গত, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে কুণাল রায় কাপুর অভিনীত চরিত্রটিও দর্শকের নজর যেমন কেড়েছিল, প্রশংসাও আদায় করেছিল। অন্যদিকে, ববি দেওল কোনও দিনও এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য প্রকাশ্যে কখনও আক্ষেপ প্রকাশ করেননি।