নতুন ধারাবাহিকের সঙ্গে আসছে নতুন চ্যানেলও। তা তো এতদিনে দর্শক জানতেই পেরেছেন। ঠিক ধরেছেন, আসছে জি বাংলা সিনেমার নতুন রূপ, 'জি বাংলা সোনার'। এই চ্যানেলে থাকবে নিত্য নতুন ধারাবাহিক থেকে শুরু করে ভিন্ন স্বাদের রিয়্যালিটি শো। এমনকী এই চ্যানেল কিন্তু হতে চলেছে একেবারে অন্য মাত্রার বিনোদনের আসর।
জি বাংলা সোনার-এ আসতে চলেছে বেশকিছু নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই আজকাল ডট-ইন সেই খবর প্রকাশ্যে এনেছিল। ধারাবাহিকের পাশাপাশি দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয় রিয়্যালিটি শো-গুলোও। আর এই শো-এর মধ্যে যেমন দর্শক খুঁজে পান রসনাতৃপ্তি, তেমনই এই শো দর্শকের মধ্যে অনুপ্রেরণা জোগায়।
জি বাংলা সোনার-এ আসছে নতুন গান ও সুরের নতুন শো 'সোনার জলসা'। গুপী গায়েন ও বাঘা বায়েন-এর জুটির মতোই এই শো-এ একঝাঁক খুদে গায়েন ও বায়েনদের যুগলবন্দি হতে চলেছে এই রিয়্যালিটি শোতে। এই শো-এর হাত ধরে প্রথমবার নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে গায়ক অনীক ধরকে। অনীককে এবার দেখা যেতে চলেছে সঞ্চালকের ভূমিকায়। শো-এর বিচারকের আসনে থাকবেন পন্ডিত তন্ময় বোস। এছাড়াও মেন্টরের ভূমিকায় দেখা যেতে চলেছে পৌষালী বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি ও মেখলা দাশগুপ্তর মতো আরও দুই গায়িকাকে।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই অডিশন প্রক্রিয়া শুরু হয়েছে এই শো-এর। আগামী মাস অর্থাৎ আগস্টের মাঝামাঝি সময়ে সম্প্রচারিত হবে এই শো-টি।
প্রসঙ্গত, এই চ্যানেলে আসছে আরও একটি শো।আগেও দর্শক হাসি, মজার শো-কে পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন। তাই সেই রেশ টেনে আসছে আরও একটি নতুন রিয়্যালিটি শো। যার মূল ঘরানাই কৌতুক। জি বাংলা সিনেমা-চ্যানেলটি আসছে নতুন ভাবে। এই চ্যানেলের নতুন সংস্করণের অংশ হবে এই মজার শো-টি।
আরও পড়ুন: জোর টক্কর টিআরপি-র ময়দানে! 'জগদ্ধাত্রী', 'ভবানী' না 'পরশুরাম'! কে হল 'সেরার সেরা'?
সূত্রের খবর, এই মজার শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অভিনেতা সায়ন ঘোষ। সায়ন রেডিওর হাত ধরে কেরিয়ার শুরু করলেও দর্শকের কাছে পৌঁছে গিয়েছে তাঁর অভিনেতা সত্তাও। ছবি হোক বা সিরিজ, সায়নের অভিনয় মন জয় করেছে দর্শকের। জানা যাচ্ছে, এই শো-এ শুধু হাসি,মজা থাকবে না, সঙ্গে থাকবে তারকাদের সঙ্গে আড্ডাও। অর্থাৎ গল্প, আড্ডা, রসিকতায় জমে উঠবে নতুন রিয়্যালিটি শো।
চ্যানেলের নয়া সংযোজন বহু নতুন মেগা। আসন্ন একটি মেগার গল্প হতে চলেছে রূপকথাকে কেন্দ্র করে। বাংলা সিনেমার ইতিহাসে কালজয়ী ছবি 'বেদের মেয়ে জ্যোৎস্না'র অনুকরণে তৈরি হতে চলেছে এই ধারাবাহিক। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।
এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন দুই চেনা মুখ। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী ইন্দ্রাণী পাল ও অভিনেতা সিদ্ধার্থ সেনকে। এই ধারাবাহিকের মাধ্যমেই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন তাঁরা। ইন্দ্রাণীকে দর্শক শেষ দেখেছেন 'নবাব নন্দিনী' ধারাবাহিকে। অন্যদিকে, সান বাংলার 'দেবী বরণ' ধারাবাহিকে সিদ্ধার্থকে নায়কের চরিত্রে দেখেছেন তাঁর অনুরাগীরা। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গিয়েছে। টলিপাড়ার কানাঘুষো, টেকনিশিয়ান স্টুডিওতে নাকি শুটিং চলবে নতুন এই মেগার।
সূত্রের খবর, জি বাংলা সোনার-এ আসন্ন সবকটি ধারাবাহিকই হতে চলেছে কোনও না কোনও হিট সিনেমাকে কেন্দ্র করে। ঠিক যেমন এই চ্যানেলে আসছে আরও একটি নতুন ধারাবাহিক। নাম, 'শ্রীমান ভগবান দাস'। এই ধারাবাহিকের গল্প জনপ্রিয় হিন্দি ছবি 'ও মাই গড'-কে নির্ভর করে এগোবে। ইতিমধ্যেই সামনে এসেছে এর প্রথম প্রোমো। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে বিশ্বনাথ বসু, ইন্দ্রাশিস রায় ও মিমি দত্তকে।
