সংবাদ সংস্থা মুম্বই: দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং জনপ্রিয় পরিচালক অ্যাটলি জুটির আগামী মেগা প্রজেক্টের ঘোষণায় ইতিমধ্যেই নেটপাড়া তোলপাড়। এই ‘এএ২২/এ৬’ নামের প্রজেক্টটি তৈরি হতে চলেছে ৬০০ কোটি টাকারও বেশি বাজেটে। এবং বর্তমানে শুরু হয়ে গিয়েছে ছবির প্রি-প্রোডাকশন পর্ব।

 

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ছবিতে তিনজন অভিনেত্রী থাকছেন এবং সেই তিন নায়িকার অন্যতম নাম নাকি ইতিমধ্যেই চূড়ান্ত করেছেন নির্মাতারা। সূত্রের খবর, বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে এই তিন নায়িকার একজন।  ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি নাকি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সম্প্রতি, মুক্তিপ্রাপ্ত ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পর, এই প্রজেক্ট নিঃসন্দেহে হতে চলেছে অনন্যার কেরিয়ারের সবচেয়ে বড় সুযোগ। ছবির বাকি দুই নায়িকা হিসেবে ইতিমধ্যেই ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুর-এর নাম ঘোষণা হয়েছে।

 

এর আগে শোনা গিয়েছিল, দীপিকা পাড়ুকোনকেও নাকি ছবির নায়িকার ভূমিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সদ্য জানা গিয়েছে সেই খবর ভিত্তিহীন। যদিও এই তিন অভিনেত্রী কোন ধরনের চরিত্রে অভিনয় করছেন, তা এখনো প্রকাশ করা হয়নি—তবে জানা গিয়েছে, প্রত্যেকটি চরিত্র বিশেষ ও আলাদা। অ্যাটলির ‘জওয়ান’-এও একাধিক অভিনেত্রীকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছিল।

 

সম্প্রতি, আল্লু অর্জুন মুম্বইয়ে উপস্থিত ছিলেন এই ছবির লুক টেস্ট ও কনসেপ্ট আর্ট ফটোশুট-এর জন্য। মুম্বইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে অভিনেতার একাধিক লুকের জন্য শুটিং হয়েছে। কারণ, এই ছবিতে তাঁকে বিভিন্ন লুক ও স্টাইলে দেখা যাবে।