মাত্র ২১ বছর বয়সেই বাগদান সেরেছিলেন অনন্যা গুহ। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দুই পরিবার, নিকট বন্ধুদের উপস্থিতি আংটি বদল এবং রেজিস্ট্রি করেন সুকান্ত কুন্ডু এবং অনন্যা গুহ। হবু বরের বাড়িতেই গোটা অনুষ্ঠানের আয়েজন করা হয়েছিল। সকালে সাবেকি সাজ, লাল শাড়িতে ধরা দেন নায়িকা। আর বিকেলের আংটি বদল পার্টিতে মেরুন শিমারি গাউনে দীপ্তি ছড়িয়েছিলেন। ১৮ -এর গণ্ডি পেরোনোর আগেই দিদি অলকানন্দা গুহর বন্ধুকে মন দেন অভিনেত্রী। একসঙ্গে কাটিয়েছেন একাধিক বসন্ত। সমস্ত ওঠাপড়ায় পাশে থেকেছেন একে অন্যের। এবার আইনি বিয়ের বছর খানেক পর ছাদনাতলায় যেতে চলেছেন তাঁরা।
সম্প্রতি বিদেশি কায়দায় আইবুড়োভাত, থুড়ি ব্যাচেলরেটের আয়োজন করা হয়েছিল অনন্যার। সেখানেই বন্ধুদের সঙ্গে হইহই করে আনন্দ করতে দেখা যায় অভিনেত্রীকে। উপস্থিত ছিলেন তাঁর দিদি তথা অভিনেত্রী অলকানন্দা গুহও। ব্যাচেলরেটে একটি গোলাপি অফশোল্ডার ড্রেস পরেছিলেন 'মিত্তির বাড়ি'র 'সঞ্জনা'। সঙ্গে মাথায় ছিল ওড়না, মুকুট। কেক কেটে, সাজানো ঘরে উপহারের মাঝে খোশমেজাজে দেখা গেল তাঁকে। এদিন তাঁর ব্যাচেলর পার্টিতে বাকিদের রাত পোশাকে দেখা যায়। সঙ্গে রোদ চশমা। চলে ফটো সেশন। শ্যাম্পেনের বোতল হাতে ক্যামেরার সামনে ধরা দেন নায়িকা। খাট সাজানো হয়েছিল গোলাপি এবং পিচ রঙের বেলুনে। তবে তাঁর ব্যাচেলর পার্টিতে ছিলেন না সুকান্ত কুন্ডু।
তিনি এবং সুকান্ত কুন্ডু কবে ছাদনাতলায় যাচ্ছেন সেটা এখনও ঘোষণা করেননি। কিন্তু এই বছরের শেষে বা ২০২৬ সালের একদম গোড়াতেই যে আনুষ্ঠানিক ভাবে তাঁদের চার হাত এক হবে সেটা বেশ বোঝা যাচ্ছে। এই বছরের দীপাবলির সময় অনন্যাকে ট্যাগ করে সুকান্ত লেখেন, 'প্রেমিক প্রেমিকা হিসেবে এটাই আমাদের শেষ দীপাবলি।' ফলে বোঝা যাচ্ছে, আগামী বছরের দীপাবলির আগেই 'বিবাহিত' তকমা লেগে যাবে তাঁদের নামের পাশে। ইতিমধ্যেই বিয়ের কেনাকাটা জোরকদমে চলছে। চলছে অন্যান্য প্রস্তুতিও।
প্রসঙ্গত অভিনেত্রী অনন্যার প্রেমিক সুকান্ত কুন্ডু পেশায় আইটি কর্মচারী, ইঞ্জিনিয়ার। একই সঙ্গে তিনি একজন জনপ্রিয় ইউটিউবারও বটে। তাঁরা একসঙ্গে হামেশাই বিভিন্ন ধরনের ভিডিও বানান। লক্ষ লক্ষ ফলোয়ার্স তাঁদের। কখনও তাঁদের সেই ভিডিওতে দেখা যায় অভিনেত্রীর দিদি অলকানন্দা গুহ বা তাঁদের বন্ধু সায়ক চক্রবর্তীকেও। এখন এটাই দেখার পালা যে কবে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।
অনন্যা গুহকে দর্শকরা শেষবার 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে দেখেছেন। সেখানে তিনি নজর কেড়েছিলেন সঞ্জনার চরিত্রে। অল্প বয়সেই তিনি দারুণ খ্যাতি পেয়েছেন।
