টলিপাড়ায় নায়ক-নায়িকার সংসার ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। কেউ প্রকাশ্যে আনেন নিজেদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ। আবার কেউ আড়ালেই রাখেন নিজেদের ব্যক্তিগত জীবন। তবে অনুরাগী মহলে কৌতূহলের তো শেষ নেই। তাই তারকাদের জীবনের ছন্দপতন হলেই টের পান তাঁরা। আর শুরু হয় সন্দেহ। যদি সন্দেহ সত্যি প্রমাণিত হয়, তারপরই চলে জোর গুঞ্জন। ঠিক এমনটাই হয়েছে অভিনেতা উদয় প্রতাপ সিং ও অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে। 

 

 

সম্প্রতি অনামিকা চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে উদয়ের সঙ্গে থাকা সমস্ত ছবি মুছে ফেলেছেন। এরপরই শুরু হয় তাঁদের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন। অবশেষে এই জল্পনা নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী নিজেই। ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি অনুরাগীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন, ভিত্তিহীন কোনও গুজবে যেন তাঁরা গুরুত্ব না দেন। অর্থাৎ বিচ্ছেদের খবরকে এক কথায় নস্যাৎ করলেন অনামিকা।

 

 

অনামিকা লেখেন, 'কিছু তো লোকেরা বলবেই, কারণ লোকেদের কাজই হল নানা কথা বলা। দর্শক ও আমার কাছের মানুষের কাছে একটাই অনুরোধ, দয়া করে ভিত্তিহীন গুজবে কান দেবেন না‌। ভগবান আপনাদের মঙ্গল করুক।' অনামিকার কথায় স্পষ্ট, নিজেদের ব্যক্তিগত জীবনে যাই-ই ঘটুক না কেন তা তাঁদের দাম্পত্যে মোটেই আঁচ ফেলেনি। 

 

 

প্রসঙ্গত, এই মুহূর্তে উদয়কে দর্শক দেখছেন জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'য়। এই মেগায় প্রথমবার নায়কের চরিত্রে দেখা যাচ্ছে উদয়কে। গল্পে তিনি 'রায়ান'। অনুরাগী মহলে পারুল ও রায়ানের কেমিস্ট্রি নিয়েও জোর চর্চা চলে। টিআরপিতে এক থেকে পাঁচের মধ্যে নিজের জায়গা ধরে রাখে 'পরিণীতা'। 

 

 

এই ধারাবাহিকের গল্পে এখন দেখা যাচ্ছে পারুল ও রায়ান একসঙ্গে একটি কোম্পানিতে চাকরি করছে। কিন্তু অফিসের বস পারুলকে একদম পছন্দ করতে পারে না। তাকে অফিস থেকে বের করার জন্য নানা চক্রান্তও করে। এদিকে, আবারও একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে পারুল ও রায়ান‌। 

 

 

অন্যদিকে, অনামিকাকেও বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধারাবাহিকে দেখেন দর্শক। 'এখানে আকাশ নীল'-এর পরে বেশ কিছু কাজ করলেও তাঁকে সেভাবে নায়িকার চরিত্রে দেখা যায়নি ছোটপর্দায়। অনামিকা চক্রবর্তীকে শেষবার দেখা গিয়েছিল 'মিঠিঝোরা' ধারাবাহিকে। তারপর মাঝে বেশ কিছু দিনের বিরতি। আবার কিছুদিন আগে ছোটপর্দায় ফিরেছিলেন অভিনেত্রী। তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার 'ফুলকি'তে একটি বিশেষ চরিত্রে।