তারকারা সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে ভালবাসেন। তাঁদের চাওয়া—দর্শক যেন তাঁদের কাজ দিয়েই মনে রাখেন, সম্পর্ক দিয়ে নয়। কিন্তু, যখন বলিউডের আলোয় হঠাৎ কোনও নতুন জুটির ইঙ্গিত মেলে, তখন কে আর চুপ থাকতে পারে! আর এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা অমল পরাশর (৩৮) এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেনশর্মা (৪৫)। ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’ এবং ‘কুল: দ্য লেগেসি অফ দ্য রাইসিংস’ দারুণ প্রশংসা পাচ্ছে। তবে অভিনয়ের চেয়েও বেশি হেডলাইন কাড়ছে তাঁর ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত! এই গুজবের রেশ দীর্ঘদিন ধরেই চলছিল, কিন্তু এবার তা যেন কিছুটা চোখে দেখা মুহূর্তে রূপ নিল। ‘গ্রাম চিকিৎসালয়’-এর স্ক্রিনিংয়ে একসঙ্গে উপস্থিত হন অমল ও কঙ্কনা। একে অপরকে আপন করে জড়িয়ে ধরা তারপরে ক্যামেরার সামনে একসঙ্গে পোজ—সব মিলিয়ে যেন এক অঘোষিত স্বীকারোক্তির মতো। জল্পনার পালে আরও হাওয়া লাগার পাশাপাশি পাপারাৎজিদের ক্যামেরায় বাজিমাৎ!
সম্প্রতি, অমলের ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’-এর প্রিমিয়ারে একসঙ্গে হাজির হন দু’জন। জনসমক্ষে এই প্রথমবার। মুহূর্তের মধ্যে তাঁদের ছবি ভাইরাল হতেই নেটিজেনরা ধরে নিলেন—এবার নিশ্চয়ই আনুষ্ঠানিক ঘোষণা!
কিন্তু অমলের বক্তব্য একেবারেই অন্যরকম। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন— “লোকজন এই ব্যাপারটাকে চূড়ান্ত করে ফেলেছে। আজ আমি কিছু বলব না। তবে যদি এক সপ্তাহ পরে মত পাল্টাই, তখন রাগ করবেন না!” অমল আরও জানান, ওই দিন শুধু কঙ্কনা নন, তাঁর পরিবার ও বন্ধুরাও উপস্থিত ছিলেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এত মনোযোগে খানিকটা অস্বস্তিও প্রকাশ করেছেন অভিনেতা।
 
 তিনি বলেন—“শিল্পী হিসেবে একটা সময়ে পৌঁছলে, মানুষ আপনার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলী হবে। এটা আটকানো যায় না। আমি চেষ্টা করছি অন্তত খারাপ না লাগার মতোভাবে নেওয়ার।”
অমোল স্বীকার করেন, প্রেম হোক কঙ্কনার সঙ্গে বা অতীতে কারও সঙ্গে—ব্যক্তিগত সম্পর্ককে যেন শুধুমাত্র তাঁর পরিচয়ের ‘ট্যাগ’ বানিয়ে দেওয়া হয়, সেই ভয় থেকেই তিনি সতর্
 
 তবে এই জুটির সম্পর্ক কিন্তু একেবারে নতুন নয়। এক বছর আগে, কঙ্কনার প্রাক্তন স্বামী রণবীর শোরে এক টুইটকে কেন্দ্র করে পরোক্ষে ইঙ্গিত দিয়েছিলেন যে, কঙ্কনা নাকি নতুন সম্পর্কে রয়েছেন অমলের সঙ্গে। একটি প্যারোডি অ্যাকাউন্ট অমলের একটি পুরনো পোস্ট (যেখানে তিনি মোদীর মঙ্গলসূত্র মন্তব্য নিয়ে খোঁচা দিয়েছিলেন) শেয়ার করে লিখেছিল, “কঙ্কনা সেনশর্মা সবচেয়ে ভাল সিদ্ধান্ত নিয়েছেন—মোদি ভক্ত রণবীর শোরেকে ছেড়ে দিয়ে সেক্যুলার অমল পরাশরের সঙ্গে ডেট করছেন।”
সবাইকে চমকে দিয়ে রণবীর সেই পোস্টে মন্তব্য করেন — “আমিও সহমত জানাচ্ছি। ” ব্যাস! এই কথাতেই নেটপাড়ায় শুরু হয় তোলপাড়!অনেকেই ধরে নেন, এটাই বুঝি পরোক্ষে কঙ্কনা-অমলের প্রেমের সিলমোহর।
প্রেমের গুঞ্জনের বাইরে, কাজের দিক থেকেও কিন্তু বেশ ব্যস্ত অমল। গ্রাম চিকিৎসালয়–এ তাঁর অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়োচ্ছে। গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার ব্যঙ্গাত্মক রূপকথা ঘিরে তৈরি এই সিরিজে তাঁর অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে।
এর আগে তিনি দেখা গিয়েছেন ‘কুল: দ্য লেগেসি অব দ্য রাইজিংস’ সিরিজে, যেখানে তাঁর সঙ্গী ছিলেন নিমরত কৌর ও ঋদ্ধি ডোগরা।
