সংবাদসংস্থা মুম্বই: বিপদ যেন কাটছেই না বচ্চন পরিবারের উপর থেকে। ফের একবার বিপদের মুখে অমিতাভ-জয়ার পরম আত্মীয়। বিপাকে অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দা। উত্তর প্রদেশের ডাটাগঞ্জ থানায় নিখিল নন্দার বিরুদ্ধে দায়ের হয়েছে জালিয়াতি এবং আত্মহত্যার প্ররোচনার দেওয়ার অভিযোগ। তবে শুধুই নিখিল নন্দা নয়, এই অভিযোগের তালিকায় নাম রয়েছে এক ট্র্যাক্টর কোম্পানির একাধিক কর্তাদের।

 


মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, জ্ঞানেন্দ্র নামের এক ব্যক্তি নিখিল নন্দা ও ট্র্যাক্টর কোম্পানির একাধিক কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জ্ঞানেন্দ্রর ভাই জিতেন্দ্র সিং জয় কিষাণ ট্রেডার্স নামক একটি ট্র্যাক্টর এজেন্সি চালাতেন ডাটাগঞ্জে। জ্ঞানেন্দ্রর অভিযোগ, এই সংস্থার কর্মকর্তারা জিতেন্দ্র উপর ট্র্যাক্টর বিক্রির চাপ দিতে থাকে। এমনকী, লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে থাকেন। মানসিক চাপ সহ্য করতে না পেরে জিতেন্দ্র আত্মহত্যার পথ বেছে নেয়। এই ঘটনার পরেই এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জিতেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র। 

 

 

তবে এই অভিযোগের প্রসঙ্গে এখনও মুখ খোলেননি নিখিল নন্দা। এমনকী আইনি জটে পড়ে জামাইকে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অমিতাভ-জয়া।‌

 


প্রসঙ্গত, বচ্চন কন্যা শ্বেতার স্বামী নিখিল। তাঁদের দুই ছেলেমেয়েও রয়েছে। নব্যা নভেলি নন্দা ও অগস্ত্য নন্দা। নিখিলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের ভিত্তিতে পরিবারের কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি।