কৌন বনেগা ক্রোড়পতি ১৩-এর এক পুরনো ক্লিপ ফের ভাইরাল হয়ে উঠেছে নেটপাড়ায়। আর সেই ভিডিওতেই পাওয়া গেল এক দারুণ মজার ঘটনা, যেখানে নিজেই স্বীকার করলেন অমিতাভ বচ্চন, তাঁকে নাকি শুটিং সেটে একবার বেশ জোরে বকেছিলেন কোরিওগ্রাফার ফারাহ খান! অতিথি হিসেবে তখন ‘শাহেনশাহ’র উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন আর ফারাহ নিজে। আর তাঁদের উপস্থিতিতেই উঠে এল সেই গোপন গল্প।
ভিডিওয় দেখা যায়, ‘বিগ বি’ দীপিকাকে প্রশ্ন করছেন, “ফারাহ কি কখনও তোমাকে বকেছেন সেটে?” দীপিকার মুখে সঙ্গে সঙ্গে হাসি, “স্যার, কখন ও বকাবকি করে না?” ফারাহও হেসে বলেন, “স্যার, এটা কিন্তু অন্যায় হচ্ছে!” কিন্তু মজার সুরেই আমিতাভ বলে ওঠেন, “না না, আমরা শুনেছি আপনি খুব বকেন!”
এরপরই আসে মূল গল্প। আমিতাভ বললেন, “একটা গানের শুট ছিল। ওটা কোরিওগ্রাফ করছিল ফারাহ। গানটা ছিল অভিষেক আর আমার। এক টুপি নিয়ে স্টেপ ছিল. টুপিটা ঘুরে হাতে এসে মাথায় পড়বে।” ‘বিগ বি’ জানালেন, যতবারই রিহার্সাল করেছেন, টুপিটা নাকি মাথায় যেতেই চাইছিল না। বললেন, “ফারাহ এত জোরে বকে উঠেছিল—‘আরে, ঠিক করে করো! নিজেকে কী ভাবোতুমি?’” ফারাহ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন, “স্যার, সেটা আমি অভিষেককে বলছিলাম!” কিন্তু আমিতাভের পাল্টা উত্তর,“অভিষেকের তো ঠিকই হচ্ছিল! আপনি যা বলেছিলেন, আমি সব করেছি!”
ঘটনাটা যে ‘কভি আলবিদা না কহেনা’-র বিখ্যাত গান ‘রক এন রোল সোনিয়ে’–র সময়কার, তা নিয়ে নিশ্চিত নেটিজেনরা। গানে ছিলেন শাহরুখ খান থেকে প্রীতি জিনটা-এক কথায় সবাই। কিন্তু সেই অগাধ তারকাখচিত সেটেও নাকি অমিতাভ-অভিষেকের টুপি–নাচই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ!
মজার কথোপকথন এখানেই শেষ হয়নি। ফারাহ ঠাট্টা করে জিজ্ঞেস করেন, “তাহলে এখন ঠিক মতো করতে পারছেন তো?” শোনামাত্রই দর্শকভর্তি স্টুডিয়োতে হাসির রোল ওঠে।
‘কেবিসি’–র সেই ক্লিপ ভাইরাল হওয়ার পর আবার সামনে এসেছে দীপিকা–অমিতাভ জুটির কাজের ইতিহাস। শোনা যাচ্ছে, ‘পিকু’, ‘আরক্ষণ’-এর পর এবার তাঁরা একসঙ্গে করছেন ‘দ্য ইন্টার্ন’–এর হিন্দি রিমেক। প্রথমে ঋষি কাপুর এই ছবির মুখ্যচরিত্রে থাকলেও তাঁর মৃত্যুর পর চরিত্রটি এখন ‘বিগ বি’–র হাতেই।
পুরনো স্মৃতিতে ভর করে এই মজাদার মুহূর্ত প্রমাণ করে অমিতাভ যেমন কিংবদন্তি তারকা, তেমনি সবার মতো তিনিও একসময় সেটে ‘বকা খাওয়া’ অভিনেতা! আর এমন খোলামেলা স্বীকারোক্তিই ভক্তদের কাছে তাঁকে আরও কাছের করে তোলে।
