অবশেষে প্রতীক্ষার পালা শেষ হল! পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নির্দেশনায় এবং অভিনেতা প্রভাস-এর মুখ্য ভূমিকায় বহু-আলোচিত ছবি 'স্পিরিট'-এর শটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। রবিবার এক জমকালো শুভ মহরতের মাধ্যমে এই ছবির যাত্রা শুরু হল। এই অনুষ্ঠানে শুধু ছবির কলাকুশলীরাই নন, উপস্থিত ছিলেন তেলুগু ছবির মেগাস্টার চিরঞ্জীবীও, যিনি পুরো টিমকে উষ্ণ শুভেচ্ছা জানান।

 


বলিউড ও দক্ষিণী ছবির নামকরা বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ মহরতের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিশ্চিত করেছেন এই খবর। তিনি লেখেন, "প্রভাস - সন্দীপ রেড্ডি ভাঙ্গা - ভূষণ কুমার আজ থেকে 'স্পিরিট' ছবির শুটিং শুরু করলেন। শুভ মুহূর্তে আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন চিরঞ্জীবী।"

 


'স্পিরিট' ছবির প্রথম শিডিউলের শুটি রবিবার থেকেই শুরু হল। মহরত পূজা অনুষ্ঠানে ছবির প্রধান তারকা প্রভাসের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে চিরঞ্জীবীর উপস্থিতি পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে। শোনা যাচ্ছে, এই ছবিতে প্রভাসকে একজন শক্তিশালী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে, যা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ডার্ক এবং ইনটেন্স ঘরানার গল্পের সঙ্গে দারুণ মানানসই হবে।

 


নায়িকার চরিত্রেও এসেছে বড় চমক। শুরুতে দীপিকা পাডুকোন বা অন্য কোনও বড় নায়িকার নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত প্রভাসের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। এই ছবি ঘিরেই তৈরি হয়েছিল বিতর্ক। দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের দাবি মানেননি প্রযোজনা সংস্থা র তাই ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা। তারপরেই জানা যায়, 'অ্যানিমেল'-এর সাফল্যের পর এই প্রথমবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে কাজ করতে চলেছেন তৃপ্তি। মহরত অনুষ্ঠানে তাঁকে ঐতিহ্যবাহী পোশাকে বেশ প্রাণবন্ত দেখা যায়।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Taran Adarsh (@taranadarsh)